২৯শে মে, ২০২৩ খ্রিস্টাব্দ , ১৫ই জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ , ৮ই জিলকদ, ১৪৪৪ হিজরি
পাথেয় টোয়েন্টিফোর ডটকম : শুল্ক-সুবিধা প্রত্যাহার হওয়ার অজুহাতে আবারও সয়াবিন তেলের দাম বৃদ্ধির সিদ্ধান্তের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণ সভাপতি মাওলানা মুহাম্মদ ইমতিয়াজ আলম ও সেক্রেটারী ডা. শহিদুল ইসলাম।
আজ বৃহস্পতিবার (৪ মে) এক বিবৃতিতে তারা বলেন, দ্রব্যমূল্যের কষাঘাতে এমনিতেই সাধারণ মানুষ জর্জরিত। এর মধ্যে নতুন করে সয়াবিন তেলের দাম বৃদ্ধি করে নতুন সঙ্কট সৃষ্টি করা হচ্ছে। দেশের সাধারণ মানুষ সীমাহীন দুর্ভোগের মধ্যে আছে।
তারা বলেন, লিটার প্রতি দাম ১২ টাকা বাড়িয়ে ১৯৯ টাকা নির্ধারণ করা হয়েছে। যা চরম অমানিবক সিদ্ধান্ত। সয়াবিন তেলের বর্ধিত দাম অবিলম্বে কমানো হোক।