হজে গিয়ে ‘ভিক্ষা-দান’ চাইলে সাত বছরের কারাদণ্ড

হজে গিয়ে ‘ভিক্ষা-দান’ চাইলে সাত বছরের কারাদণ্ড

পাথেয় টোয়েন্টিফোর ডটকম: হজে গিয়ে অবৈধভাবে অর্থ সংগ্রহের (ভিক্ষা, দান বা অননুমোদিত প্রক্রিয়ায়) চেষ্টা করলে কঠোর শাস্তির মুখোমুখি হতে হবে বলে সতর্কতা দিয়েছে সৌদি আরবের পাবলিক প্রসিকিউশন।

তারা জানিয়েছে, যথাযথ কর্তৃপক্ষের অনুমতি ছাড়া যদি কোনো ব্যক্তি অর্থ সংগ্রহের চেষ্টা করেন, তাহলে তাকে সাত বছর পর্যন্ত কারাদণ্ড অথবা পাঁচ মিলিয়ন সৌদি রিয়াল জরিমানা করা হবে। অথবা উভয় দণ্ডে দণ্ডিত হবেন।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) এ ব্যাপারে পাবলিক প্রসিকিউশন জানিয়েছে, অনুমতি ছাড়া নগদ অর্থ বা অন্য কোনো সাহায্য সংগ্রহ কঠোরভাবে নিষিদ্ধ। এটি গুরুতর অপরাধ। যারা অর্থ সংগ্রহের জন্য সাধারণ হাজিদের সঙ্গে প্রতারণা করবেন, তাদের বিরুদ্ধে অর্থ জালিয়াতির আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

ইসলামের পাঁচটি স্তম্ভের অন্যতম হলো হজ। নামাজ ও রোজার মতো হজও বিধি ও বিধান মেনে পালন করতে হয়। ইসলামি বিধি অনুযায়ী, যেসব মুসলমানের আর্থিক ও শারীরিক সক্ষমতা রয়েছে; তাদের জীবনে অন্তত একবার হজে যাওয়া বাধ্যতামূলক।

জিলহজ মাসের ৮ তারিখ থেকে ১২ তারিখ পর্যন্ত হজ অনুষ্ঠিত হয়। ইসলামিক বর্ষপঞ্জির শেষ মাস হলো জিলহজ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *