২৮শে জুন, ২০২২ খ্রিস্টাব্দ , ১৪ই আষাঢ়, ১৪২৯ বঙ্গাব্দ , ২৭শে জিলকদ, ১৪৪৩ হিজরি
পাথেয় টোয়েন্টিফোর ডটকম : হজের সার্বিক খরচ ছাড়া প্রত্যেক হজযাত্রী ১২০০ মার্কিন ডলার বা এর সমপরিমাণ অন্যান্য বৈদেশিক মুদ্রা সঙ্গে নিতে পারবেন। তবে, এ অংক হজযাত্রীর ভ্রমণ কোটা প্রযোজ্য হবে না। সংশ্লিষ্ট বৈদেশিক মুদ্রা ছাড়ের ক্ষেত্রে প্রচলিত বিধিবিধান যথাযথভাবে অনুসরণ করতে হবে।
বৃহস্পতিবার (২৬ মে) বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা নীতি বিভাগ এ সংক্রান্ত নির্দেশনা দেওয়া হয়েছে।
এতে আরও বলা হয়েছে, একজন হজযাত্রী নির্ধারিত সব খরচ বাদ দিয়ে এই অতিরিক্ত অর্থ সঙ্গে নিতে পারবেন।
এছাড়া হজে যাওয়া যাত্রীদের জন্য ধর্ম মন্ত্রণালয় নির্ধারিত সব খরচ ও বৈদেশিক মুদ্রাবহন সংক্রান্ত একটি নির্দেশনা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।