হজ নিবন্ধনের সময় বাড়ানো সৌদির ওপর নির্ভর করছে: ধর্মমন্ত্রী

হজ নিবন্ধনের সময় বাড়ানো সৌদির ওপর নির্ভর করছে: ধর্মমন্ত্রী

পাথেয় টোয়েন্টিফোর ডটকম: ধর্মমন্ত্রী ফরিদুল হক খান দুলাল বলেছেন, ‘১৮ জানুয়ারি হজের নিবন্ধন শেষ হয়েছে। আমরা হাবের সঙ্গে পরশু মিটিং করেছি এবং তাদেরকে আলটিমেটাম দিয়েছি– আর সময় বাড়াতে চাই না। বাংলাদেশ সব দিক দিয়ে যখন এগিয়ে যাচ্ছে, তখন আর পিছিয়ে থাকতে চাই না। অতএব, আমরা তারিখ পরিবর্তন করতে চাই না।’

মঙ্গলবার জামালপুর জেলা আওয়ামী লীগ নেতাদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

একই সময় বক্তব্য পাল্টে ধর্মমন্ত্রী বলেন, ইতোমধ্যে আমরা সৌদি সরকারের সঙ্গে কথা বলেছি। যদি তারা সময় পরিবর্তনের জন্য দুই-চার দিনের জন্য সুযোগ দেয়, আমরাও সময় বাড়ানোর জন্য কার্যকর ব্যবস্থা গ্রহণ করব। না হলে আমাদের এ পর্যন্তই শেষ।

হজ এজেন্সির মালিকদের দোষারোপ করে তিনি বলেন, এবারই প্রথম না; প্রতিবছর বাংলাদেশের এজেন্সি মালিকরা এই (সময় বিলম্বিত) কাজটি করে থাকেন। তারা সব সময় চিন্তা করেন, শেষ সময় গিয়ে কম ভাড়ায় বাসা পাই কিনা। তারা এ পলিসি অ্যাডাপ্ট করে। যে কারণে আমরা এই পলিসি বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *