‘হজ স্বাস্থ্য নির্দেশিকা’ প্রকাশ

‘হজ স্বাস্থ্য নির্দেশিকা’ প্রকাশ

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : স্বাস্থ্যসেবা বিভাগ ২০২৩ সালের হজ পালনে যাঁরা যাচ্ছেন তাঁদের জন্য করণীয় ও ‘হজ স্বাস্থ্য নির্দেশিকা’ প্রকাশ করেছে। গতকাল সোমবার সরকারি এক তথ্য বিবরণীতে এ বিষয়ে জানানো হয়।

প্রস্তুতকৃত হজ স্বাস্থ্য নির্দেশিকায় সৌদি আরবে অবস্থানকালীন হাজিদের স্বাস্থ্য বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা, হজ পালনকালীন হাজিদের ভোগান্তি দূরীকরণ, হজের আগে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ যেমন—হজের আগে চূড়ান্ত মেডিক্যাল চেকআপ, প্রয়োজনীয় ওষুধের তালিকা এবং মেডিক্যাল সেন্টার ব্যবহারে হজযাত্রীদের করণীয় বিষয় উল্লেখ করা হয়েছে।

হজ স্বাস্থ্য নির্দেশিকাটি ধর্ম মন্ত্রণালয়ের ওয়েবসাইট, ঢাকার আশকোনায় হজ অফিসের পরিচালক এবং হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (হাব) কার্যালয়ে পাওয়া যাবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *