পাথেয় টোয়েন্টিফোর ডটকম: কয়েক মাস ধরেই নিত্যপ্রয়োজনীয় বেশিরভাগ পণ্যের দাম ক্রেতাদের নাগালের বাইরে। পণ্যের দাম ভোক্তার নাগালে রাখতে সরকার নানা পদক্ষেপ নিলেও তেমন কোনো কাজে আসছে না। এদিকে হঠাৎ বেড়েছে সব ধরণের চালের দাম।
গতকাল বৃহস্পতিবার (২১ মার্চ) রাজধানীর মহাখালী, বাড্ডা কাঁচাবাজারসহ কয়েকটি বাজার ঘুর দেখা যায়, চালের দাম প্রকারভেদে কেজিতে ৫ থেকে ৭ টাকা বেড়েছে। প্রতি কেজি সরু চাল বিক্রি হচ্ছে ৭০ থেকে ৭২ টাকা, এক সপ্তাহ আগেও যা বিক্রি হয়েছিল ৬৫ থেকে ৬৮ টাকা। ৭ টাকা বেড়ে প্রতি কেজি ব্রি ২৮ চাল বিক্রি হচ্ছে ৫৫ থেকে ৫৬ টাকা, যা গত সপ্তাহে বিক্রি হয়েছিল ৪৮ থেকে ৪৯ টাকা। একইভাবে প্রতি কেজি নাজিরশাইল বিক্রি হচ্ছে ৭৫ থেকে ৭৭ টাকা, যা বিক্রি হয়েছিল ৬৯ থেকে ৭৯ টাকায়।
মাছ-মাংস-ডিমের বাজার এখনও চড়া, স্বস্তি কেবল সবজিতেইমাছ-মাংস-ডিমের বাজার এখনও চড়া, স্বস্তি কেবল সবজিতেই
চাল ব্যবসায়ীরা জানান, মিলমালিকরা চালের দাম বাড়িয়েছে। যার প্রভাব খুচরা বাজারে পড়েছে। এতে করে সব ধরনের ৫০ কেজির চালের বস্তায় গড়ে ২৫০ থেকে ৩০০ টাকা পর্যন্ত বেড়েছে। বিশেষ করে স্বর্ণা ও ব্রি ২৮ জাতের চালের দাম সব থেকে বেশি বেড়েছে।
মিলারদের দাবি হাটগুলোতে ধানের আমদানি কম, আর বিদ্যুতের মূল্য বৃদ্ধির প্রভাবেই বাড়াতে হয়েছে চালের দাম। তবে কৃষকদের অভিযোগ, ভরা মৌসুমে কম দামে ধান কিনে এখন বেশি দামে বিক্রি করছে কিছু অসাধু ব্যবসায়ী।
চিয়া সিড কীভাবে খেলে উপকার পাবেনচিয়া সিড কীভাবে খেলে উপকার পাবেন
মিলাররা বলছেন, ধানের শেষ সময়ে কৃষকের কাছে ধানের মজুদ কম। এছাড়া ব্যবসায়ীদের মজুদ সরকার আগেই চাপ দিয়ে বের করে নিয়েছে। যার ফলে ধানের বাজার বাড়তি। এই কারণে আজ চালের বাজার এমন।
সাধারণ কৃষকদের অভিযোগ, কিছু ব্যবসায়ী ভরা মৌসুমে কৃষকদের কাছ থেকে কম দামে ধান কিনে মজুত রেখেছিল। সেগুলোই এখন বাজারে ছাড়ছেন অন্তত ৩০০ থেকে ৪০০ টাকা বেশিতে।