হবিগঞ্জে কৃষি ব্যাংকের ৪ কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে মামলা
পাথেয় টোয়েন্টিফোর ডটকম : হবিগঞ্জে কৃষি ব্যাংকের মাধবপুর শাখায় ভুয়া ঋণ বিতরণ ও গ্রাহকের কাছ থেকে সুবিধা নিয়ে ঋণ দেয়ার অভিযোগে ৪ কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে বিভাগীয় মামলা করেছেন ঊধ্বর্তন কর্তৃপক্ষ। ব্যাড লোনের (মন্দঋণ) কারণে কয়েকজন কর্মকর্তার নামে কৃষি ব্যাংকের প্রধান কার্যালয় থেকে মামলাটি করা হয়।
কৃষি ব্যাংকের মাধবপুর শাখা ব্যবস্থাপক (এজিএম) মুহাম্মদ মোস্তফা জামান জানান, এই শাখা থেকে আগে অনেক মন্দঋণ দেয়া হয়েছে। বিশেষ করে ২০০৭-২০১৪ সালের মধ্যে ব্যাপক মন্দঋণ দেয়া হয়। এ সময় কিছু কর্মকর্তা-কর্মচারী আর্থিক কেলেঙ্কারিতে জড়িয়ে পড়েন। ঋণ পরিশোধ না করায় ৬৯ জন গ্রাহকের নামে মামলা করা হয়েছে। তাছাড়া ঋণ পরিশোধ করতে ৪ হাজারের মতো গ্রাহককে নোটিশ করা হয়েছে।
তিনি বলেন, ‘এমন কিছু ব্যক্তিকে লোন দেয়া হয়েছে যাদের খুঁজে পাওয়া যাচ্ছে না। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে আসলে চারজন কর্মকর্তা-কর্মচারির বিরুদ্ধে বিভাগীয় মামলা হয়। এ মামলার ফলে অভিযুক্তরা কোন পেনশন সুবিধা পাবেন না।
তবে কোন কোন কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে মামলা হয়েছে সেই বিষয়ে তিনি বলতে রাজি হননি।