হবিগঞ্জে জনপ্রিয় হচ্ছে লাল জামরুল

হবিগঞ্জে জনপ্রিয় হচ্ছে লাল জামরুল

হবিগঞ্জ প্রতিনিধি : জেলায় বাড়ির আঙ্গিনা, ফলের বাগান এমনকি ছাদের সৌখিন বাগানে লাগানো গাছের তালিকায় এক নম্বর স্থান দখল করেছে টকটকা লাল জামরুল। এর কারণ হলে এ ফল খেতে যেমন সুস্বাধু তেমনি গাছে যখন এ পাকা ফল ঝুলে থাকে তখন অনিন্দ সুন্দর দৃশ্য সৃষ্টি হয়।

হবিগঞ্জ শহরতলীর ভাদৈ গ্রামে অবস্থিত মাসুক প্লান্ট নার্সারীর স্বত্বাধিকারী মাসুক মিয়া জানান, তার নার্সারীতে সৌখিন লোকজন এসে এ গাছের চারা নিয়ে যান। প্রতিটি চারা তিনি ৮০ টাকায় বিক্রি করেন। সাদা জামরুলের চেয়ে এ জামরুল মিষ্টি বেশি এবং দেখতেও সুন্দর। তাই সবাই এ গাছটির প্রতি ঝুকছেন।
হবিগঞ্জ শহরের শ্যামলী আবাসিক এলাকার আব্দুল মতিন একজন সৌখিন বৃক্ষ প্রেমী। বিভিন্ন ধরনের গাছের সংগ্রহ রয়েছে তার বাগানে। কিন্তু বাগানকে আলোকিত করেছে একটি থাই জামরুল গাছ। লাল ফলে গাছটির কোন পাতা চোখে পড়ছে না। তিনি বলেন, ৫ বছর পূর্বে স্থানীয় নার্সারি থেকে এ রক্ত-জামরুলের গাছ সংগ্রহ করেছি। বিগত তিন বছর ধরে ফল ধরছে। এবার পুরো গাছে কয়েকশ জামরুল ধরেছে।

তিনি জানান এ ফল রসালো। হালকা মিষ্টি এ ফলে প্রচুর পানি। নিজেরা ফল খাওয়ার পাশাপাশি অতিথিদেরও দেয়া হয় এ ফল।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *