পাথেয় টোয়েন্টিফোর ডটকম : লক্ষ্মীপুর জেলার রায়পুরে লুধুয়া গ্রামে হযরত হাফেজ্জী হুজুর রহ. প্রতিষ্ঠিত লুধুয়া ইশা আতুল উলূম মাদরাসার মুঈনে মুহতামিম মাওলানা আবদুল ওয়াহীদ (বাড়ীর হুজুর) রাজধানীর একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) সকাল ৮.৩০ মিনিটে তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর। তিনি স্ত্রী ৪ ছেলে ও ২ মেয়ে রেখে মারা যান।
মাওলানা আবদুল ওয়াহীদ ছিলেন হযরত হাফেজ্জী হুজুরের ভাতিজা। তিনি একজন সাদাসিধে আল্লাহ ওয়ালা মুখলিস বুজুর্গ ছিলেন। বাড়ীর হুজুর নামে সবার কাছে প্রসিদ্ধ ছিলেন।
মরহুম বাড়ী হুজুর টানা ৩২ বছর লুধুয়া ইশাতুল উলুম (দাওরায়ে হাদীস) মাদরাসার মুঈনে মুতামিম ছিলেন। তিনি লালবাগ মাদরাসার ফারেগ। হযরত হাফেজ্জী হুজুর, সদর সাহেব হুজুর ও মুহাদ্দিস সাহেব হুজুরের হাতেগড়া শাগরেদ মাওলানা আবদুল ওয়াহীদ। তার মৃত্যুতে লক্ষ্মীপুরের ওলামায়ে কেরাম ও সাধারন মানুষের মাঝে নেমে এসেছে শোকের ছায়া। তার এ স্থান পূরণ হবার নয়।
বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) রাত ৮.৩০ মিনিটে মাদরাসা ময়দানে তার জানাযা শেষে মাদরাসার মাকবারায় চির নিন্দ্রায় শায়ীত হবেন তিনি।