হাজারবর্ষী উইন্সডর ক্যাসেলে ইতিহাসের প্রথম ইফতার

হাজারবর্ষী উইন্সডর ক্যাসেলে ইতিহাসের প্রথম ইফতার

পাথেয় টোয়েন্টিফোর ডটকম: ইংল্যান্ডের বার্কশায়ারের ইংলিশ কাউন্টির উইন্ডসরের রাজকীয় বাসভবন উইন্ডসর ক্যাসেল ইতিহাসে প্রথমবারের মতো রমজান ইফতার অনুষ্ঠানের আয়োজন করেছে। গত রবিবার (২৪ মার্চ) এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানটি আয়োজন করেছে রয়্যাল কালেকশন ট্রাস্ট এবং রমজান টেন্ট প্রোজেক্ট।

উইন্ডসর ক্যাসেলের মাঠে ইফতার আয়োজন ও ভোজে অংশ নেওয়ার জন্য সকল ধর্মের মানুষকের আমন্ত্রণ জানানো হয়।

রমজান টেন্ট প্রজেক্টের প্রতিষ্ঠাতা ওমর সালহা অনুষ্ঠানের পর এক্স-এ পোস্ট করেছেন, ‘প্রথমবারের মতো উইন্ডসর ক্যাসেলের গণইফতার ব্রিটেনের ইতিহাসের সাক্ষী। ঐতিহ্য, প্রথা, ঐক্য বজায় রাখতে এই অনুষ্ঠান আয়োজন এক অবিস্মরণীয় অভিজ্ঞতা।’

রমজান টেন্ট প্রজেক্টের উপদেষ্টা বোর্ডের সদস্য ডওশান হুমজাহ বলেছেন, ‘আইকনিক উইন্ডসর ক্যাসেলটি সমৃদ্ধ ঐতিহ্যে পরিপূর্ণ। আয়োজকদের উষ্ণ অভ্যর্থনা এবং আতিথেয়তার জন্য আমাদের আন্তরিক কৃতজ্ঞতা জানাতে চাই৷’

উইন্ডসর ক্যাসেল হল বার্কশায়ারের ইংলিশ কাউন্টির উইন্ডসরের একটি রাজকীয় বাসভবন। এটি ব্রিটিশ রাজপরিবারের সাথে দৃঢ়ভাবে যুক্ত, এবং প্রায় এক হাজার বছরের স্থাপত্য ইতিহাসকে প্রতিফলিত করে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *