হাটহাজারীতে ১৭ বসতঘর আগুনে পুড়ে ছাই

হাটহাজারীতে ১৭ বসতঘর আগুনে পুড়ে ছাই

পাথেয় টোয়েন্টিফোর ডটকম: হাটহাজারী পৌরসভায় ভয়াবহ এক অগ্নিকাণ্ডের ঘটনায় ১৪ টি পরিবারের ১৬টি বসত ঘর ও ১টি চায়ের দোকানসহ মোট ১৭ টি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে।

শুক্রবার (০৮ মার্চ) ভোরের দিকে হাটহাজারী পৌরসভা সদরের শাহজালাল পাড়ার ইব্রাহিমের কলোনিতে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

জানা যায়, শুক্রবার ভোরে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হলে মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ে। আগুনে ১৪ টি পরিবারের ১৭ টি বসতঘর পুড়ে ছাই হয়ে যায়। পরে খবর পেয়ে দ্রুত হাটহাজারী ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনে।

ক্ষতিগ্রস্ত কলোনীর মালিক ইব্রাহিম জানান, এ ঘটনায় আমার অন্তত ৪০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

হাটহাজারী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা আবদুল মান্নান অগ্নিকাণ্ডের ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অগ্নিকাণ্ডের খবর পাওযার সাথে সাথে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনায় আশপাশের আরো অনেক পরিবারের ঘরবাড়ি রক্ষা করা সম্ভব হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এবিএম মশিউজ্জামান জানান, এটা অনাকাঙ্খিত ও দুঃখজনক। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে অগ্নিদূর্গতদের সাহায্য সহযোগিতা করা হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *