হাবীবুল্লাহ সিরাজীর দাফন সম্পন্ন

হাবীবুল্লাহ সিরাজীর দাফন সম্পন্ন

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : রাজধানীর আজিমপুর কবরস্থানে বাংলা একাডেমির মহাপরিচালক কবি হাবীবুল্লাহ সিরাজীর দাফন সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (২৫ মে) দুপুরে তাকে দাফন করা হয়। এর আগে আজিমপুর কবরস্থানে তার দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়।

সোমবার (২৪ মে) রাত ১১টার দিকে রাজধানীর শ্যামলীতে একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন কবি হাবীবুল্লাহ সিরাজী। তিনি দীর্ঘদিন ক্যান্সারে ভুগছিলেন।

সকালে বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালের হিমাগার থেকে বাংলা একাডেমিতে নিয়ে আসা হয় হাবীবুল্লাহ সিরাজীর মরদেহ। সেখানে বাংলা একাডেমির ব্যবস্থাপনায় নজরুল মঞ্চে তাকে শ্রদ্ধা জানানো হয়। বাংলা একাডেমি প্রাঙ্গণে শ্রদ্ধাজ্ঞাপন শেষে সেখানে প্রথম জানাজা অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন: মুফতি আমির হামজা ৫ দিনের রিমান্ডে

এসময় বাংলাদেশ আওয়ামী লীগ, সাংস্কৃতিক মন্ত্রণালয়, বাংলা একাডেমি, বাংলাদেশ ছাত্রলীগ, ঢাকা বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আখতারুজ্জামান, ঢাকা বিশ্ববিদ্যালয় উপ-উপাচার্য (প্রসাশন) ড. মুহাম্মদ সামাদ, কবিতা পরিষদসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ কবিকে শেষ শ্রদ্ধা জানান।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *