হাসপাতালের ড্রেন থেকে উদ্ধার নবজাতক

হাসপাতালের ড্রেন থেকে উদ্ধার নবজাতক

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : জন্মের পরে সন্তানকে ফেলে চলে গেছে মা। এরপর সেই নবজাতক মিলল হাসপাতালে ড্রেন থেকে। ঘটনাটি ঘটেছে ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। ড্রেন থেকে জীবিত এক ছেলে নবজাতক উদ্ধার করা হয়েছে।

বুধবার (১ জুলাই) দিবাগত রাত আড়াইটার দিকে নবজাতকটি উদ্ধারের পর সুইপার মিনতি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

হালুয়াঘাট উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মুনির আহমদ বলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বিল্ডিংয়ের পাশে পড়ে থাকা শিশুটিকে সুইপার মিনতি উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে। রাতে শিশুটিকে অক্সিজেন দিয়ে রাখা হয়েছিল। পরে সকালে পুলিশের সহায়তায় শিশুটিকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

হালুয়াঘাট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান বলেন, আমরা খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। শিশুটি রাতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেই চিকিৎসাধীন ছিল। পরে সকালে উন্নত চিকিৎসার জন্য শিশুটিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

তিনি বলেন, শিশুটি মোটামুটি সুস্থ আছে। আরও চিকিৎসার প্রয়োজনে ময়মনসিংহে পাঠানো হয়েছে। সেখানে শিশুটিকে অক্সিজেন দেয়া হয়েছে বলেও জানান তিনি।

/এএ

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *