২৯শে মে, ২০২৩ খ্রিস্টাব্দ , ১৫ই জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ , ৮ই জিলকদ, ১৪৪৪ হিজরি

হাসপাতালে ভর্তি খালেদা জিয়া

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার (২৯ এপ্রিল) রাত সাড়ে ৮টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে তাকে ভর্তি করা হয়।

বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার জানান, ম্যাডামকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর আগে ম্যাডামের কিছু পরীক্ষা-নিরীক্ষা করা হয়।

এ সময় হাসপাতালে খালেদা জিয়ার সঙ্গে তার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দ শর্মিলা রহমানকে দেখা যায়।

শনিবার বিকেল সাড়ে ৫টার গুলশান বাসভবন ফিরোজা থেকে সাবেক এই প্রধানমন্ত্রীর গাড়িবহর এভারকেয়ার হাসপাতালের উদ্দেশে রওনা হয়। এরপর সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে হাসপাতালে পৌঁছান খালেদা জিয়া।

জানা গেছে, খালেদা জিয়ার সঙ্গে গাড়িতে ছিলেন তার গৃহকর্মী ফাতেমা এবং কয়েকজন আত্মীয়স্বজন ও ব্যক্তিগত কর্মকর্তা।

শেয়ার করুন


সর্বস্বত্ব সংরক্ষিত © ১৯৮৬ - ২০২৩ মাসিক পাথেয় (রেজিঃ ডি.এ. ৬৭৫) | patheo24.com
Design & Developed BY ThemesBazar.Com