পাথেয় টোয়েন্টিফোর ডটকম : পেটের অসুখের কারণে বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে মঙ্গলবার ভোরে রাজধানীর স্পেশালাইজড হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান।
তিনি জানান, মির্জা আব্বাস গত দু’দিন ধরে পেটের অসুখে ভুগছেন। আজ অবস্থা বেশি খারাপ হওয়ায় সকালে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
পরিবার সূত্রে জানা যায়, তাকে এখন স্যালাইন দিয়ে রাখা হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, আজ মুখে কোনো খাবার খেতে পারবেন না মির্জা আব্বাস।