২৮শে ফেব্রুয়ারি, ২০২১ ইং , ১৫ই ফাল্গুন, ১৪২৭ বঙ্গাব্দ , ১৫ই রজব, ১৪৪২ হিজরী
পাথেয় টোয়েন্টিফোর ডটকম : গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন উপমহাদেশের বিশিষ্ট আলেমেদ্বীন মুহাম্মদুল্লাহ হাফেজ্জী হুজুর রহ. এর সাহেবযাদা, বাংলাদেশ খেলাফত আন্দোলনের আমীর, হেফাজতের সিনিয়র নায়েবে আমির মাওলানা আতাউল্লাহ হাফেজ্জী।
মাওলানা আতাউল্লাহ হাফেজ্জী ঘনিষ্ঠ সূত্রে জানা যায়, দীর্ঘদিন যাবৎ বার্ধক্যজনিত নানা অসুস্থতায় ভুগছেন তিনি। বর্তমানে তিনি ঢাকার আসগর আলী হসপিটালে বিশেষজ্ঞ ডাক্তারদের তত্বাবধানে চিকিৎসাধীন রয়েছেন।
মাওলানা আতাউল্লাহ হাফেজ্জীর পরিবারের পক্ষ থেকে দেশবাসীর কাছে দুআ কামনা করা হয়েছে। তারা বলেছেন, দেশবাসীর নিকট হযরতের রোগ মুক্তি ও পরিপূর্ণ সুস্থতার জন্য দোয়া চাচ্ছি।