পাথেয় টোয়েন্টিফোর ডটকম : উপমহাদেশের ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান আলজামিয়াতুল ইসলামিয়া দারুল উলুম মুঈনুল ইসলাম হাটহাজারীর সদ্য নিযুক্ত মহাপরিচালক মুফতি খলিল আহমদ কাসেমী সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন।
আজ মঙ্গলবার (৬ জুন) দুপুরে তিনি চট্টগ্রামের সি এস সি আর হসপিটাল ত্যাগ করেন।
এর আগে গত রোববার (৪ জুন) সকালে তিনি দরস-তাদরিসসহ সবকিছুই স্বাভাবিকভাবে সম্পন্ন করেন। কিন্তু হঠাৎ কিছুটা অসুস্থবোধ করায় তাকে হাসপাতালে চেকাপের জন্য নেয়া হয়। এরপর চিকিৎসকের পরামর্শে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
প্রসঙ্গত, হাটহাজারী মাদরাসার মজলিসে শূরার সদস্যদের সর্বসম্মতিক্রমে মুহতামিম নির্বাচিত হয়েছেন মুফতি খলিল আহমদ কাসেমী, নায়েবে মুহতামিম হিসেবে মনোনীত হয়েছেন মাওলানা শোয়াইব জমিরী।
জানা যায়, মুফতি খলিল আহমদ কাসেমী জামেয়ার প্রতিষ্ঠাতা মুহতামিম আল্লামা হাবিবুল্লাহ কুরাইশি রহ. এর নাতি এবং মাওলানা শোয়াইব জমিরী জামেয়ার প্রথম পৃষ্ঠপোষক আল্লামা জমিরুদ্দীন রহ. এর নাতি।
তিনি মজলিসে শুরার সিদ্ধান্তক্রমে ৩ জুন (শনিবার) দারুল উলূম হাটহাজারীর মহাপরিচালক হিসেবে মনোনীত হন।