হাসপাতাল থেকে পলায়ন করলো ৩১ করোনা রোগী

হাসপাতাল থেকে পলায়ন করলো ৩১ করোনা রোগী

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : ভারতের ত্রিপুরায় এক হাসপাতালের কোভিড-১৯ কেয়ার সেন্টার থেকে কমপক্ষে ৩১ জন করোনা রোগী পালিয়েছে। তাদের খুঁজে বের করতে বড় ধরনের অভিযান শুরু করেছে ত্রিপুরা পুলিশ।

জানা যায়, পালিয়ে যাওয়া ব্যক্তিরা মূলত আধাসামরিক বাহিনী ত্রিপুরা স্টেট রাইফেলসে ভর্তি পরীক্ষা দিতে সেখানে এসেছিলেন। তারা উত্তরপ্রদেশ, বিহার, রাজস্থান, মধ্যপ্রদেশ ও পশ্চিমবঙ্গের বাসিন্দা।

পশ্চিম ত্রিপুরা জেলার ম্যাজিস্ট্রেট শৈলেশ কুমার যাদব জানান, করোনাভাইরাসে সংক্রমিত হওয়ার পর অরুন্ধতীনগর এলাকার পঞ্চায়েত রাজ ট্রেনিং ইন্সটিটিউটের (পিআরটিআই) একটি অস্থায়ী কেয়ার সেন্টারে তাদের রেখে চিকিৎসা দেয়া হচ্ছিল। ভবনে ৬৫টি বিছানা রয়েছে। সেখানে ৫৬ জন করোনা রোগী ছিলো।

সদর সাবডিভিশনাল পুলিশ অফিসার অনির্বাণ দাস বলেছেন, যেহেতু তারা অন্য রাজ্য থেকে এসেছে তাই তাদের ব্যাপারে সব পুলিশ স্টেশন এবং রেলওয়ে কর্তৃপক্ষকে সতর্ক করেছি আমরা। ইতিমধ্যে তাদের খুঁজে বের করতে আমরা তল্লাশি অভিযান শুরু করেছি।

তিনি বলেন, সেন্টারের মূল গেটে নিরাপত্তার ব্যবস্থা ছিলো। কিন্তু ওই রোগীরা ভবনের পেছনের অংশের দেয়াল বেয়ে পালাতে সক্ষম হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *