১৭ই মে, ২০২২ খ্রিস্টাব্দ , ৩রা জ্যৈষ্ঠ, ১৪২৯ বঙ্গাব্দ , ১৫ই শাওয়াল, ১৪৪৩ হিজরি
পাথেয় টোয়েন্টিফোর ডটকম : অমর একুশে গ্রন্থমেলা ২০২২ উপলক্ষে প্রকাশিত হচ্ছে কবি হাসান মাহমুদের মুক্তগদ্যের বই ‘উৎস থেকে নির্বাসিত’। বইটি ‘সমাপিকা প্রকাশ’ থেকে ছাপা হয়েছে। প্রচ্ছদ করেছেন ‘আলমগীর ইমন’। মুদ্রিত মূল্য রাখা হয়েছে ১৮০ টাকা।
বই সম্পর্কে হাসান মাহমুদ বলেন, ‘হৃদয়ের উৎসারিত ফোয়ারা থেকে উৎস থেকে নির্বাসিতর লিখিত প্রয়াস। রূহজগতের পর মানুষের পৃথিবীতে আসা ও জীবনমৃত্যুর ঘনঘোর রহস্য; জীবনের সুখদুঃখ, জীবনের বেদনাযাপন সবই গদ্যে রূপ নিয়েছে। মানুষের যাপিত জীবন, মানুষের স্মৃতির ঝাঁপি কত রূপরঙে বৈচিত্র্যে চিত্রিত হয়; তার অনুষঙ্গ বিন্যস্ত হয়েছে উৎস থেকে নির্বাসিত রূপে।’
তিনি আরও বলেন, ইশকের পথ একমাত্র পবিত্র পথ, এই পথের পথিক হতে প্রেম পিপাসিত হৃদয় আলোড়িত করেছে ইশকের আলোচনা। দুনিয়ার মোহ ভেঙে কীভাবে সত্যের দিশারি হওয়া যায়; তাই আলোচিত হয়েছে উৎস থেকে নির্বাসিত বইয়ে। জীবনের নানান চড়াই-উৎরাই পার হয়ে যায় যে শুভক্ষণে, সে ক্ষণ যাপন করার নামই ইশক।