২৬শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ , ১২ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ , ৩রা রমজান, ১৪৪৪ হিজরি

হায়দরাবাদে বহুতল ভবনে আগুন, নিহত ৬

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : ভারতে আবার বহুতল ভবনে আগুন। এবার হায়দরাবাদে। দুই নারীসহ ছয়জন নিহত। ছয়জন অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি। হায়দরাবাদের এই বহুতল বাড়ির নাম স্বপ্নলোক কমপ্লেক্স। সেখানেই পাঁচতলায় আগুন লাগে। এই বাণিজ্যিক কমপ্লেক্সের পাঁচতলায় একটি মার্কেটিং সংস্থার অফিস ছিল।

স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে সাতটা নাগাদ আগুন লাগে। দমকলের দশটি ইঞ্জিন গিয়ে আগুন আয়ত্বে আনে। কিন্তু ততক্ষণে প্রবল ধোঁয়ায় অনেকে অসুস্থ হয়ে পড়েন। মোট ১২ জনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাদের মধ্যে দুই নারীসহ ছয়জনের মৃত্যু হয়েছে।

মধ্যরাতের পর আগুন আয়ত্বে আনলেও তখনো ধোঁয়া বের হচ্ছিল। দমকলের তরফ থেকে জানানো হয়, ধোঁয়া বন্ধ হতে আরো কিছুটা সময় লাগবে। এক সরকারি কর্মকর্তা জানিয়েছেন, শর্ট সার্কিট থেকেই আগুন লেগেছে বলে মনে করা হচ্ছে।

তবে আগুনের কারণ জানার জন্য তদন্ত শুরু হয়েছে। মাস দুয়েক আগে সেকেন্দ্রাবাদে একটি বহুতল ভবনে আগুন লেগে দুইজন মারা গিয়েছিলেন। তারপর আবার বহুতল ভবনে আগুন লাগলো।

শেয়ার করুন


সর্বস্বত্ব সংরক্ষিত © ১৯৮৬ - ২০২২ মাসিক পাথেয় (রেজিঃ ডি.এ. ৬৭৫) | patheo24.com
Design & Developed BY ThemesBazar.Com