হিজবুল্লাহর সক্রিয়তায় গাজা যুদ্ধের পরিস্থিতি জটিল

হিজবুল্লাহর সক্রিয়তায় গাজা যুদ্ধের পরিস্থিতি জটিল

হামাস-ইসরায়েলের সংঘাতে হিজবুল্লাহ জড়িয়ে পড়া গাজা যুদ্ধের সমীকরণকে ক্রমেই জটিল করে তুলছে। ইসরায়েলের একটি ঘাঁটি লক্ষ্য করে গতকাল মঙ্গলবার হামলা চালিয়েছে হিজবুল্লাহ। অন্যদিকে গতকাল লেবাননের দক্ষিণাঞ্চলীয় শহরে ইসরায়েলি ড্রোন হামলায় হিজবুল্লাহর তিন সদস্য নিহত হয়েছেন। ইসরায়েলি হামলায় লেবাননে হিজবুল্লাহর কমান্ডার নিহত হওয়ার এক দিন পর এই হামলার ঘটনা ঘটল।

জর্জ মেসন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোহাম্মদ চেরকাউই বলেছেন, গাজায় চলমান যুদ্ধের জটিলতা ক্রমাগত বাড়ছে। মধ্যপ্রাচ্যের কেউ সংঘর্ষে জড়ানোর জন্য হিজবুল্লাহকে উসকে দেওয়ার চেষ্টা করছে। এই বিষয়টি এক যুদ্ধ থেকে আরেক নতুন যুদ্ধ শুরুর পথ সুগম করতে পারে, যা পরবর্তী সময়ে একটি বৃহত্তর আঞ্চলিক সংঘাতের দিকে নিয়ে যেতে পারে। এ ছাড়া ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুও কৌশল সংকটে পড়েছেন বলে উল্লেখ করেন মোহাম্মদ চেরকাউই।

চেরকাউই আরো বলেন, ব্লিনকেনকে ইসরায়েলিদের প্রতি তাঁর দৃষ্টিভঙ্গি পুনর্গঠন করতে হবে। গাজা যুদ্ধ শেষ না করে আমরা হিজবুল্লাহর সঙ্গে আরেকটি সংঘর্ষ ঠেকাতে পারব না। এদিকে দক্ষিণ লেবাননের কিলা গ্রামে ‘সন্ত্রাসবাদী অবকাঠামো’ এবং একটি অনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে গতকাল ড্রোন হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে ইসরায়েলি সেনাবাহিনী। ইসরায়েলি ড্রোন একটি গাড়িতে আঘাত হানলে হিজবুল্লাহর তিন সদস্য নিহত হন।

লেবানন থেকে আসা একটি ড্রোন ইসরায়েলের উত্তরাঞ্চলের সামরিক ঘাঁটিতে আঘাত হেনেছে বলে নিশ্চিত করে ইসরায়েলের সেনাবাহিনী। তবে এতে কেউ হতাহত হয়নি। হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয় গতকাল জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় গাজায় ১২৬ জন নিহত হয়েছে। দক্ষিণ গাজার খান ইউনিসে ‘৪০ সন্ত্রাসীকে নিমূর্ল’ করা হয়েছে বলে দাবি করেছে ইসরায়েলি সেনাবাহিনী। এদিকে গাজা যুদ্ধে লাগাম টানার প্রচেষ্টায় ইসরায়েল সফররত ব্লিনকেন গতকাল ইসরায়েলি নেতাদের বলেন, একটি কার্যকর ফিলিস্তিন রাষ্ট্রের পথ তৈরির মাধ্যমে আরব প্রতিবেশীদের কাছে গ্রহণযোগ্যতা অর্জনের সুযোগ এখনো তেল আবিবের রয়েছে।

সূত্র : বিবিসি, এএফপি, আলজাজিরা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *