হিজরির বদলে গ্রেগরিয়ান ক্যালেন্ডার চালু করল সৌদি

হিজরির বদলে গ্রেগরিয়ান ক্যালেন্ডার চালু করল সৌদি

পাথেয় টোয়েন্টিফোর ডটকম: সরকারি কাজে হিজরি ক্যালেন্ডারের পরিবর্তে আনুষ্ঠানিকভাবে গ্রেগরিয়ান ক্যালেন্ডারের ব্যবহার শুরুর সিদ্ধান্ত নিয়েছে সৌদি আরব। এক প্রতিবেদনে এমনটি জানিয়েছে সংবাদমাধ্যম গালফ নিউজ।

সৌদি ক্রাউন প্রিন্স ও প্রধানমন্ত্রী মোহাম্মাদ বিন সালমানের নেতৃত্বে গত মঙ্গলবার মন্ত্রী পরিষদের বৈঠকে সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত গৃহীত হয়।

সৌদি আরবের সব দাপ্তরিক কর্মকাণ্ড ও লেনদেনের সময় নির্ণয়ের জন্য গ্রেগরিয়ান ক্যালেন্ডার ব্যবহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তবে, শরিয়াহ বিধির সঙ্গে সম্পর্কিত বিষয়াবলির ক্ষেত্রে সময় নির্ধারণের জন্য হিজরি ক্যালেন্ডার ব্যবহার করার সুস্পষ্ট প্রয়োজনীয়তা দেখা দিলে নিয়ম শিথিল করা হবে।

এর আগে, ২০১২ সালে আরব সরকারি-বেসরকারি সব কাজ ও দাপ্তরিক লেনদেনে গ্রেগরিয়ান ক্যালেন্ডার ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা জারি করেছিল সৌদি। সে সময় হিজরি তারিখ ও আরবি ভাষার ব্যবহার কঠোরভাবে মেনে চলার জন্য সব মন্ত্রণালয় ও সংস্থাকে নির্দেশ দেওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *