২৯শে মে, ২০২৩ খ্রিস্টাব্দ , ১৫ই জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ , ৮ই জিলকদ, ১৪৪৪ হিজরি
পাথেয় টোয়েন্টিফোর ডটকম : ইরানে দুই সুপরিচিত অভিনেত্রীকে জনসমক্ষে তাদের মাথার স্কার্ফ খুলে ফেলার জন্য তলব করেছে দেশটির বিচার বিভাগ। ইরানের রাষ্ট্রীয় মিডিয়া সোমবার এ তথ্য নিশ্চিত করেছে। তারা জানিয়েছে, ৩৭ বছরের বারান কোসারি এবং ৪৪ বছরের শাঘায়েগ দেহঘানের বিরুদ্ধে হিজাব আইন সম্পূর্ণরূপে মেনে না নেওয়ার অভিযোগে বিচারিক মামলা হয়েছে।
১৯৭৯ সালের ইসলামি বিপ্লবের পর ইরানে হিজাব পরা বাধ্যতামূলক করা হয়েছিল। গত বছর হিজাব ইস্যুতে তেহরানে গ্রেফতার হয়েছিলেন কুর্দি তরুণী মাহসা আমিনি। এর ক’দিন পর পুলিশি হেফাজতে মৃত্যু হয় ২২ বছরের মাহসার।
সেই থেকে নারীর পোশাকের স্বাধীনতার দাবিতে বিক্ষোভ ছড়িয়ে পড়ে গোটা ইরানে। অনেকেই এখন হিজাব আইন লঙ্ঘন করার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন, যা এখন ব্যবসা এবং ক্রীড়া ইভেন্টগুলোকে ঘিরে সেলিব্রিটিদের মধ্যে ছাড়িয়ে গেছে।
কোসারির বিরুদ্ধে শুক্রবার হেডস্কার্ফ ছাড়া এক অভিনেতার অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশ নেওয়ার অভিযোগ রয়েছে। অন্যদিকে বৃহস্পতিবার তেহরানের একটি ক্যাফেতে বইয়ের মোড়ক উন্মোচনের সময় খোলা চুলে ছবি তুলেছিলেন দেহঘান।
এ দুই জন ইরানি চলচ্চিত্রের বিশিষ্ট ব্যক্তিদের একটি ক্রমবর্ধমান তালিকায় যোগ যুক্ত হয়েছেন, যাদের হিজাব আইন অমান্যের দায়ে অভিযুক্ত করা হয়েছে।
গত সপ্তাহে দুই প্রবীণ অভিনেত্রী ফাতেমেহ মোতামেদারিয়া এবং আফসানেহ বেগানের বিরুদ্ধে বিচার বিভাগীয় মামলা করা হয়। হিজাব ছাড়া তারা একজন অভিনেতার স্মরণে একটি অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন।
প্রবীণ অভিনেতা রেজা কিয়ানিয়ানের বিরুদ্ধেও অভিযোগ আনা হয়েছে। ওই একই অনুষ্ঠানে তিনি বলেছিলেন, নাগরিক হিসেবে একজন নারীর অধিকার রয়েছে যে তিনি তার মাথার স্কার্ফ খুলে ফেলতে পারবেন।
এপ্রিলের শেষের দিকে সুপরিচিত অভিনেত্রী কাতায়ুন রিয়াহি এবং পান্তিয়া বাহরামের বিরুদ্ধেও মামলা করে বিচার বিভাগ। তাদের বিরুদ্ধে অভিযোগ, জনসমক্ষে তারা তাদের হিজাব খুলে ফেলেছিলেন।
তেহরানের প্রসিকিউটর আলি সালেহি বলেছেন, বেশ কয়েকজন সেলিব্রিটি বিচারিক সমনের উত্তর দেননি। এমনটা করলে তাদের গ্রেফতার করা হবে।