হিন্দ জমিয়ত নেতার ইন্তেকাল, আরশাদ ও মাহমুদ মাদানীর শোক
পাথেয় টোয়েন্টিফোর ডটকম : জমিয়তে উলামা হিন্দের সহসভাপতি ভারতের আসামের খ্যাতিমান মুফতী খাইরুল ইসলাম চলে গেছেন ইহধাম ছেড়ে। তিনি আসামের এআরইইউডিএফের বিধায়ক আলহাজ্ব আমিনুল ইসলামের পিতা হন। দীর্ঘদিন বাড়িতে অসুস্থ থাকার পর বৃহস্পতিবার সকাল নয়টা পয়তাল্লিশ মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন। তাঁর ইন্তেকালের খবর প্রথম বিধায়ক আমিনুল ইসলাম সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করেন। এরপরই শুরু হয় জনারণ্য। মানুষে ভিড় করতে থাকে মুফতী খাইরুল ইসলামের বাড়িতে।
মুফতী খাইরুল ইসলামের ইন্তেকালে শোক জানিয়েছেন দারুল উলূম দেওবন্দের সিনিয়র মুহাদ্দিস ও সর্বভারতীয় জমিয়তে উলামা হিন্দের সভাপতি মাওলানা সাইয়্যিদ আরশাদ মাদানী, সেক্রেটারী জেনারেল মাওলানা সাইয়্যিদ মাহমুদ মাদানী, মাওলানা বদরুদ্দীন আজমল, মাওলানা ইউসুফ আলী, রাজ্য বিধানসভার উপাধ্যক্ষ আমিনুল হক লস্কর, অসম রাজ্য জমিয়তের সহসভাপতি দারুল উলূম বাশকান্দির প্রধান শায়খ মাওলানা ইয়াহইয়া। এ ছাড়া প্রাক্তন মন্ত্রী, বিধায়ক ও অসংখ্য রাজনৈতিক নেতৃবৃন্দ গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেছেন।
মুফতী খাইরুল ইসলামের ইন্তেকালে বাংলাদেশ জমিয়তুল উলামার চেয়ারম্যান ও ঐতিহাসিক শোলাকিয়ার গ্র্যান্ড ইমাম শাইখুল হাদিস আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদও গভীর শোক জানিয়েছেন। শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।