‘হিরামনিসহ সব হত্যাকান্ডের বিচার করতে হবে’

‘হিরামনিসহ সব হত্যাকান্ডের বিচার করতে হবে’

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : লক্ষীপুরের নবম শ্রেণির ছাত্রী হিরামনিকে ধর্ষণ করে হত্যার ঘটনায় গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণ সভাপতি মাওলানা মুহাম্মদ ইমতিয়াজ।

তিনি বলেন, লক্ষীপুর জেলা সদরের হামছাদী ইউনিয়নের পশ্চিম গোপীনাথপুর গ্রামের নবম শ্রেণির ছাত্রী হিরামনিকে গত ১১ জুন পৈশাচিক কায়দায় ধর্ষণের পর হত্যা করা হয়েছে। করোনার এই দুঃসময়েও দেশব্যাপী নারীদের প্রতি সহিংসতা অব্যাহত রয়েছে। দেশের দুর্যোগপূর্ণ সময়েও গত তিন মাসে দেশে ৪৮০ জন নারী-শিশু সহিংসতার শিকার হয়েছেন বলে বিভিন্ন পরিসংখ্যানে দেখা যায়।

বৃহস্পতিবার বিকেলে পুরানা পল্টনস্থ সংগঠনের মহানগর কার্যালয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের এক সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। দক্ষিণ সেক্রেটারী মাওলানা এবিএম জাকারিয়ার পরিচালনায় সভায় উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা আবুল কাশেম, আলহাজ্ব আনোয়ার হোসেন, মু. হুমায়ুন কবির, মাওলানা নজরুল ইসলাম, আলহাজ্ব এমদাদুল ফেরদৌস প্রমুখ।

নেতৃবৃন্দ বলেন, কুরআন বর্ণিত অধিকার প্রতিষ্ঠিত না থাকায় দিনদিন দেশে নারী ও শিশু নির্যাতন উদ্বেগজনক হারে বৃদ্ধি পাচ্ছে। লীপুরে হিরামনি হত্যাসহ নারী ও শিশু হত্যান্ডের সাথে জড়িতদের অবিলম্বে েেগ্রফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *