৫ই জুন, ২০২৩ খ্রিস্টাব্দ , ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ , ১৫ই জিলকদ, ১৪৪৪ হিজরি

হিলি স্থলবন্দরে আমদানি-রফতানি শুরু

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : বুদ্ধ পূর্ণিমা ও সাপ্তাহিক ছুটির দুই দিন পর দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত-বাংলাদেশের মধ্যে আমদানি-রফতানি বাণিজ্য শুরু হয়েছে। শনিবার (৬ মে) সকাল সাড়ে ১০টার দিকে আমদানি-রফতানি শুরু হয়।

হিলি স্থলবন্দরের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘গত বৃহস্পতিবার বুদ্ধ পূর্ণিমার ছুটি ও শুক্রবার সাপ্তাহিক ছুটি ছিল। যে কারণে দুইদিন হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রফতানি বাণিজ্যসহ সব কার্যক্রম বন্ধ ছিল। ছুটি শেষে আজ আমদানি-রফতানি শুরু হয়।’

হিলি ইমিগ্রেশন চেকপোস্টের ওসি শেখ আশরাফুল বলেন, ‘বন্দর দিয়ে আমদানি রফতানি বন্ধ থাকলেও হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দুদেশের মধ্যে যাত্রী যাতায়াত স্বাভাবিক ছিল।’

শেয়ার করুন


সর্বস্বত্ব সংরক্ষিত © ১৯৮৬ - ২০২৩ মাসিক পাথেয় (রেজিঃ ডি.এ. ৬৭৫) | patheo24.com
Design & Developed BY ThemesBazar.Com