হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রফতানি শুরু

হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রফতানি শুরু

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : ভারতের মহাত্মা গান্ধীর ১৫২তম জন্মদিন উপলক্ষে একদিন বন্ধের পর আবারও দিনাজপুরের হিলি স্থলবন্দরে আমদানি-রফতানি শুরু হয়েছে। তবে ভারত থেকে আমদানি-রফতানি একদিন বন্ধ থাকলেও বন্দরের অভ্যন্তরীণ কার্যক্রম স্বাভাবিক ছিল।

আজ রবিবার (৩ অক্টোবর) সকালে বিষয়টি জানিয়েছেন হিলি পানামা পোর্ট লিংকের গণসংযোগ কর্মকর্তা সোহারব হোসেন প্রতাব মল্লিক।

তিনি জানান, একদিন বন্ধের পর আজ রবিবার (৩ অক্টোবর) সকাল থেকে যথারীতি নিয়মে ভারত থেকে পণ্য আমদানি-রফতানির কার্যক্রম স্বাভাবিক হয়েছে। সকাল থেকে ভারতীয় পণ্যবাহী ট্রাক বন্দরে প্রবেশ করছে। তা আবার আনলোড হয়ে, দেশি ট্রাকগুলো লোড করে দেশের বিভিন্ন স্থানে ছেড়ে যেতে শুরু করেছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *