হুইলচেয়ারে বন্দি তিনবারের বিশ্বজয়ী পেলের জীবন

হুইলচেয়ারে বন্দি তিনবারের বিশ্বজয়ী পেলের জীবন

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : বার্ধক্যজনিত অসুখে জেরবার কিংবদন্তি ফুটবলার পেলে। তাঁকে দেখে কে বলবে, এককালে বিশ্ব ফুটবল কাঁপিয়েছেন ব্রাজিলের এই মহাতারকা! বয়সের ভারে তিনি এখন অনেকটাই জবুথবু।

৭৯ বছর বয়সি পেলের পুত্র এডিনহো এক সাক্ষাৎকারে বলেছেন, ‘স্বাভাবিকভাবে হাঁটতেও পারছেন না বাবা। হুইলচেয়ারে কাটছে তাঁর জীবন। প্রবল হতাশায় ভোগার দরুন বাড়ি থেকে বের হওয়া প্রায় বন্ধ করে দিয়েছেন তিনি।’

আসলে মানসিক রোগও জাঁকিয়ে বসেছে পেলের মননে। ৪৯ বছর বয়সি এডিনহো বলছেন, ‘বাবা সর্বকালের সেরা ফুটবলার। তিনবারের (১৯৫৮,৬২, ৭০) বিশ্বকাপ জয়ী। দাপিয়ে বেড়িয়েছেন ফুটবল বিশ্ব। ভাবতে পারছেন, এমন একজন ব্যক্তিত্ব এখন হাঁটতে পারছেন না! এই কষ্ট কুরেকুরে খাচ্ছে বাবাকে। তারপর কোমরে অস্ত্রোপচার হওয়ায় বাবা কোনওদিনই পুরোপুরি সুস্থ হবেন না।’

বিভিন্ন শারীরিক সমস্যা পেলেকে ঘিরে ধরেছে। একাধিকবার তাঁকে হাসপাতালে ভর্তি হতে হয়েছে। এডিনহো বলছেন, ‘আগের থেকে একটু ভালো থাকলেও তাঁর কঠিন সময় আরও বাড়ছে।’

উল্লেখ্য, গত এপ্রিলে ফরাসি তারকা কিলিয়ান এমবাপের হয়ে প্যারিসে প্রচারে গিয়েছিলেন পেলে। কিন্তু তারপরই কিডনির সমস্যা নিয়ে তিনি হাসপাতালে ভর্তি হন।

এর আগে ২০১৪ সালে মূত্রথলিতে গুরুতর সংক্রমণ নিয়ে আইসিইউ’তে ভর্তি হয়েছিলেন পেলে। তাঁকে সেই সময় ডায়ালিসিসও করতে হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *