হুমকি কাণ্ড নিয়ে মজার স্মৃতি
শেখ ফজলুল করীম মারুফ : এলজিটিবি নিয়ে নাটকের এই পর্বে চলছে হুমকি কাণ্ড।এই হুমকি কাণ্ড নিয়ে আমার কিছু মজার স্মৃতি আছে।
-আমি একজন নিয়মতান্ত্রিক পড়াশোনা করা কওমী আলেম। সারাটা জীবন ইসলামী আন্দোলন করেছি। তারপরেও ২০১৫-১৬ তে আমি “মুরতাদ, খারিজ মিনাল ইসলাম ও রক্ত হালাল” জাতীয় ফতোয়া শুনেছি। ২০১৯ আমি এক জেলায় সাংগঠনিক কাজে গেলে এক ছেলে এসে দেখা করে বললো, “ভাই! চিনতে পারছেন?”।
আমি না সূচক জবাব দিলে সে বললো, ঐ যে! আপনাকে হুমকি দিছিলাম, মনে আছে ভাই?।
-আমার ছোট বোন নেত্রকোণা থাকে। তার একটা ছেলে আছে। খুব চঞ্চল। একদিন বাসায় কি নিয়ে সে রেগে গিয়ে হুমকি দিলো “#কুইট্টালবাম”। এর অর্থ হলো, কেটে টুকরো টুকরো করে ফেলবো।
এই হলো বাংলাদেশে হুমকির ধরন। এগুলোকে কেন্দ্র করে দেশে আগে বহু চালবাজী হয়েছে। বর্তমান এলজিটিবি নাটকে দেখানো হুমকি এমনি কোন #কুইট্টালবাম ধরনের হুমকি নাকি আদতেই কেউ হুমকি দিয়েছে সেটা অনুসন্ধানের জন্য জোড় দাবি জানাচ্ছি।
কেউ কাউকে সিরিয়াস হত্যার হুমকি দিলে সেটা যতটা না ফেসবুকের বিষয় তার চেয়ে অনেক বেশি এটা আইন আদালতের বিষয়। আশা করবো, আইন-শৃঙ্খলা বাহিনী দ্রুততার সাথে বিষয়টি খতিয়ে দেখবেন। হুমকি-ধমকি নিয়ে নিচুস্তরের সব ফাইজলামি, ইসলামের যথেষ্ট ক্ষতি করেছে।
এটা আর হতে দেয়া যায় না। আর এলজিটিবিদের বলবো, এসব নোংরামি বাংলাদেশে চলে না। এদেশের মানুষের রুচি এতো নিচে নামে নাই যে ওসব এখানে চলবে।
আর অধিকারের প্রশ্ন?
ওরে আহাম্মক! দেখোস না! আমাদের নাগরিক অধিকারের কোনটাই আর অবশিষ্ট নেই। এমনকি বেঁচে থাকার অধিকারও নেই। আর এখানে তোরা এলজিটিবি করোস!
পশ্চিমে যায়া নোংরামী কর। আমাদের রেহাই দে।
লেখক : সাবেক সভাপতি, ইসলামী শাসনতন্ত্র আন্দোলন