১১ই জুন, ২০২৩ খ্রিস্টাব্দ , ২৮শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ , ২১শে জিলকদ, ১৪৪৪ হিজরি

হেমায়েতপুরে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ ৬

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পাবনার হেমায়েতপুরে স্থানীয় আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে ছয় জন গুলিবিদ্ধ হয়েছেন। এ ঘটনায় মোট ১০ জন আহত হয়েছেন। মঙ্গলবার (৯ মে) দুপুরের দিকে হেমায়েতপুরের বাঙাবাড়ি এলাকায় ইউনিয়ন আওয়ামী লীগের বর্ধিত সভায় বক্তব্য দেওয়াকে কেন্দ্র করে এই ঘটনা ঘটে।

সংঘর্ষে গুলিবিদ্ধ ব্যক্তিরা হলেন– চরবাঙ্গাবাড়িয়া গ্রামের হাবু সরদার (৫০), মামুন হোসেন (৩০), সেলিম মণ্ডল (৪০), হামিম হোসেন (১২), সবিরুল শেখ (৪০) ও ইসহাক প্রামাণিক (৪৫)। তাদের পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হেমায়েতপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ আব্দুস সালাম জানান, দীর্ঘদিন ধরেই হেমায়েতপুর ইউনিয়নের বাঙাবাড়ি ৭নং ওয়ার্ড আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আনিস সরদার এবং আওয়ামী নেতা নজু মণ্ডলের মধ্যে আঞ্চলিক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দ্বন্দ্ব চলে আসছিল। সোমবার রাতে ওই ইউনিয়নের তিনটি ওয়ার্ড নিয়ে স্থানীয় আওয়ামী লীগ নেতারা এক বর্ধিত সভার আয়োজন করেন। সভায় বক্তব্য দেওয়াকে কেন্দ্র করে রাতেই তাদের মধ্যে উত্তেজনা ও গোলাগুলির ঘটনা ঘটে। এ ঘটনায় কেউ হতাহত হয়নি। এরপর মঙ্গলবার প্রকাশ্য দিবালোকে দেশি অস্ত্র ও আগ্নেয়াস্ত্র নিয়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ এবং গোলাগুলির ঘটনা ঘটলে বেশ ছয় জন গুলিবিদ্ধ হন।

তিনি আরও জানান, আহতদের উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। তাদের মধ্যে অনেকেই প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেছেন। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

শেয়ার করুন


সর্বস্বত্ব সংরক্ষিত © ১৯৮৬ - ২০২৩ মাসিক পাথেয় (রেজিঃ ডি.এ. ৬৭৫) | patheo24.com
Design & Developed BY ThemesBazar.Com