হেরাত প্রদেশে ছেলে-মেয়েদের একসঙ্গে লেখাপড়া নিষিদ্ধ করল তালেবান

হেরাত প্রদেশে ছেলে-মেয়েদের একসঙ্গে লেখাপড়া নিষিদ্ধ করল তালেবান

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : আফগানিস্তানের হেরাত প্রদেশে সরকারি ও বেসরকারি স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ে ছেলে ও মেয়েরা একসঙ্গে লেখাপড়া করতে পারবেন না বলে নতুন নির্দেশনা জারি করেছে সদ্য ক্ষমতা দখল করা তালেবান।

শনিবার (২১ আগস্ট) আফগান সংবাদ সংস্থা খামা নিউজের বরাত দিয়ে আন্তর্জাতিক গণমাধ্যম এ তথ্য জানিয়েছে।

এ বিষয়ে তালেবান নেতা মোল্লা ফরিদ বলছেন, সমাজ নষ্ট হয়েছে মূলত ছেলে-মেয়েদের একসঙ্গে শিক্ষা ব্যাবস্থার কারণেই। সমাজকে বাচাঁতে হলে মেয়েদের একসঙ্গে পড়াশোনা বন্ধ করতে হবে। এখন থেকে নারী অধ্যাপকেরা শুধু মেয়েদেরই পড়াতে পারবেন।

এর আগে ১৯৯৬-২০০১ সালের শাসনামলে তালেবান নারীদের স্কুল ও কর্মক্ষেত্রে যাওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা আরোপ করেছিল। পুরুষ আত্মীয় ছাড়া নারীদের বাইরে যাওয়াও নিষিদ্ধ ছিল।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *