হে বঙ্গপিতা | ফয়জুল্লাহ আমান

হে বঙ্গপিতা | ফয়জুল্লাহ আমান

হে বঙ্গপিতা | ফয়জুল্লাহ আমান

প্রভাত পাখিরা উড়ে যায় ঐ মেঘহীন আকাশে
উড়ন্ত পাখির ওড়া শেষ হয়,
ক্লান্ত বিকেলে ঘোরে আঁকা বাঁকা নদীর কূল ধরে,
কোনো বৃষ্টি ভেজা গাছ
অথবা শূন্য বালিয়াড়ি, খাঁ খাঁ রোদহীন নির্জনতায়।

আমাদের মনও উড়তে থাকে স্বাধীনভাবে
পাহাড়ে সমতলে বরেন্দ্র প্রান্তরে
গোধূলি লগ্নে
ভাবনায় বুঁদ হয়ে থাকি;
এই শীতল ঊষ্ণ ভাবনা সমগ্র, এই মায়াবী নিসর্গ,
গ্রাম বাংলার দিগন্ত বিস্তৃত সবুজ,
নতুন গড়ে ওঠা শহরের সভ্যতা,
অন্য এক পৃথিবীতে রূপান্তরের গল্প..
এই সব কিছুতে মনে পড়ে তোমাকে বঙ্গ পিতা।

মনে পড়ে সেই সব স্মৃতি;
কিভাবে আঁধারের বুক চিরে টেনে এনেছ স্বাধীনতার সূর্য,
দুখিনী মায়ের মুখে ফুটিয়েছ হাসি,
দুর্বল বাঙালির বুকে দিয়েছ বল,
সবার চোখে এনে দিয়েছ সজীব স্বপ্ন।

হাজার বছর ধরে আমাদের আকাশ থাকবে মেঘমুক্ত
মাটির উর্বরতা বৃদ্ধি পাবে অনাগত কালে প্রতিনিয়ত,
সাগরের মত গভীরতা তৈরি হবে আমাদের বুকে প্রতিদিন প্রতি মুহূর্ত অনন্ত সময়..
আলোকিত অন্তরে রবে মহান পিতার নাম,
মানবতার বন্ধু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *