৫ই জুন, ২০২৩ খ্রিস্টাব্দ , ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ , ১৫ই জিলকদ, ১৪৪৪ হিজরি

১১ বছর পর আরব লিগের বৈঠকে সিরিয়া

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : এক দশকেরও বেশি সময় আরব লিগের বাইরে থাকার পর অবশেষে সিরিয়ার কর্মকর্তারা সংস্থাটির একটি প্রস্তুতিমূলক অধিবেশনে অংশ নিয়েছেন। ১৫ মে, সোমবার এই অধিবেশন অনুষ্ঠিত হয়। মূলত আগামী ১৯ মে, শুক্রবার সৌদি আরবে অনুষ্ঠেয় শীর্ষ সম্মেলনের আগে প্রস্তুতিমূলক এই অধিবেশনের আয়োজন করা হয়েছে। খবর এএফপি।

সৌদি অর্থমন্ত্রী মোহাম্মদ আল-জাদান রাষ্ট্রীয় টিভি চ্যানেল আল এখবারিয়াতে সরাসরি সম্প্রচার করা বৈঠকে বলেন, ‘আমি সিরিয়ান আরব প্রজাতন্ত্রকে আরব রাষ্ট্রগুলোর লিগে স্বাগত জানাচ্ছি। আমাদের লক্ষ্য অর্জনের জন্য আমরা সবার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি।’

২০১১ সালের মার্চে সিরিয়ার রাজধানী দামেস্কে বিক্ষোভকারীদের ওপর আসাদ সরকারের নৃশংস দমন-পীড়নের ফলে দেশটিতে গৃহযুদ্ধ শুরু হয়। এরপর নভেম্বর মাসে আরব লিগ থেকে সিরিয়ার সদস্যপদ স্থগিত করা হয়। দীর্ঘ ১১ বছর পর সোমবার প্রথমবারের মত সিরিয়ান কর্মকর্তারা সংস্থাটির বৈঠকে অংশগ্রহণ করলেন।

এদিকে চলতি মাসের শুরুতে আনুষ্ঠানিকভাবে সিরিয়াকে আরব লিগের সদস্যপদ ফিরিয়ে দেওয়া হয়। সৌদি বাদশাহ সালমান সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদকে লোহিত সাগরের উপকূলীয় শহর জেদ্দায় শুক্রবারের শীর্ষ সম্মেলনে যোগ দেওয়ার জন্য আমন্ত্রণ জানিয়েছেন। ২০১০ সালে লিবিয়ায় অনুষ্ঠিত আরব লিগের শীর্ষ সম্মেলনে সর্বশেষ অংশ নিয়েছিল দেশটি।

সিরিয়ার গৃহযুদ্ধে বেশিরভাগ আরব দেশ আসাদবিরোধীদের পক্ষে ছিল। কিন্তু ইরান ও রাশিয়ার গুরুত্বপূর্ণ সমর্থনে আসাদ সরকার বিদ্রোহীদের কাছে হারানো অঞ্চলগুলো পুনরুদ্ধার করার পর আরব নেতারা যুদ্ধবিধ্বস্ত এই দেশটির সঙ্গে পুনরায় সম্পর্ক স্থাপনে আগ্রহী হয়ে ওঠেন।

প্রসঙ্গত, সিরিয়ার চলমান এই গৃহযুদ্ধে ৫ লাখের বেশি মানুষ প্রাণ হারিয়েছে। লাখ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়ে বিভিন্ন দেশে শরণার্থী হিসেবে আশ্রয় নিয়েছে।

শেয়ার করুন


সর্বস্বত্ব সংরক্ষিত © ১৯৮৬ - ২০২৩ মাসিক পাথেয় (রেজিঃ ডি.এ. ৬৭৫) | patheo24.com
Design & Developed BY ThemesBazar.Com