১২ কেজি এলপিজির দাম বাড়ল ৫১ টাকা

১২ কেজি এলপিজির দাম বাড়ল ৫১ টাকা

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : ভোক্তা পর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম বাড়ানো হয়েছে। ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম নির্ধারণ করা হয়েছে ১ হাজার ২৫১ টাকা, যা আগে ছিল ১ হাজার ২০০ টাকা। অর্থাৎ ১২ কেজি পর্যায়ে ৫১ টাকা বেড়েছে। আর কেজি প্রতি বেড়েছে ৪ টাকা ২৫ পয়সা। আজ (২ নভেম্বর) থেকে নতুন দাম কার্যকর হবে।

বুধবার এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এলপিজির নতুন এ দাম ঘোষণা করে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।

মূল্যবৃদ্ধির ঘোষণা দেন বিইআরসি চেয়ারম্যান মো. আবদুল জলিল। বিইআরসি সচিব খলিলুর রহমান, সদস্য মকবুল-ই ইলাহিসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।

এর আগে অক্টোবর মাসে এলপি গ্যাসের ১২ কেজি সিলিন্ডারের দাম ১২০০ টাকা নির্ধারণ করেছিল বিইআরসি। তার আগের মাসে যা ছিল ১২৩৫ টাকা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *