১২ লাখ শিক্ষার্থীকে সাইকেল দিতে চান মমতা

১২ লাখ শিক্ষার্থীকে সাইকেল দিতে চান মমতা

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : চলতি বছরের নভেম্বর মাসের মধ্যে ভারতের পশ্চিমবঙ্গের ১২ লাখ শিক্ষার্থীকে সাইকেল দেওয়ার ঘোষণা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। বুধবার নবান্নে এই ঘোষণা দিয়েছেন তিনি।

জানা গেছে, রাজ্য সরকারের উদ্যোগে নবম শ্রেণির শিক্ষার্থীদের প্রতি বছর সবুজ সাথী প্রকল্পের অধীনে সাইকেল দেওয়া হয়। প্রত্যন্ত এলাকার শিক্ষার্থীদের স্কুলমুখী করতে এবং পড়াশোনায় উৎসাহ দিতে এই প্রকল্প চালু করা হয়।

স্টুডেন্ট ক্রেডিট কার্ড প্রকল্পেরও সূচনা করার পর মমতা ব্যানার্জি বলেন, এ পর্যন্ত পশ্চিমবঙ্গে মোট এক কোটি শিক্ষার্থীকে সবুজ সাথী প্রকল্পে সাইকেল দেওয়া হয়েছে। তবে নির্বাচনের কারণে কিছুদিন এই প্রকল্প বন্ধ ছিল। এখন সেই প্রক্রিয়া আবারো শুরু হয়েছে।

মমতা ব্যানার্জি আরো জানান, গত বছর যারা নবম শ্রেণিতে পড়তো, এমন তিন লাখ শিক্ষার্থী এ বছর সাইকেল পাবে। এছাড়া এ বছর যারা নবম শ্রেণিতে পড়ছে, তাদের মধ্যে ৯ লাখ ছাত্রছাত্রীকে সাইকেল দেওয়া হবে।

সূত্র: নিউজ এইটটিন

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *