১১ই জুন, ২০২৩ খ্রিস্টাব্দ , ২৮শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ , ২১শে জিলকদ, ১৪৪৪ হিজরি

২দিন ছুটি শেষে হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি শুরু

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : দুই দিন বন্ধ থাকার পর দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে পণ্য আমদানি ও রপ্তানি কার্যক্রম শুরু হয়েছে। শনিবার (২৮ জানুয়ারি) দুপুর ১২টার দিকে আমদানিকৃত পণ্যবাহী ভারতীয় ট্রাকগুলো দেশে প্রবেশ করে।

বন্দরের বাংলাহিলি কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি আব্দুর রহমান লিটন জানান, বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) ভারতের ৭৪তম প্রজাতন্ত্র দিবস ও শুক্রবার (২৭ জানুয়ারি) সাপ্তাহিক ছুটির কারণে এ দুইদিন এই বন্দর দিয়ে সব ধরনের পণ্য আমদানি ও রপ্তানি বন্ধ থাকে। শনিবার দুপুর ১২টার দিকে ভারত থেকে বিভিন্ন পণ্যবাহী ট্রাক দেশে প্রবেশ করতে শুরু করেছে।

এদিকে বন্দরের বেসরকারি অপারেটর পানামা হিলি পোর্টের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন মল্লিক জানান, দুইদিন বন্ধ থাকার পর শনিবার থেকে বন্দরে পুনরায় আমদানি ও রপ্তানি শুরু হয়। ফলে বন্দরের কর্মকর্তা, কর্মচারী ও শ্রমিকদের মধ্যে কর্মচাঞ্চল্যতা ফিরে এসেছে।

শেয়ার করুন


সর্বস্বত্ব সংরক্ষিত © ১৯৮৬ - ২০২৩ মাসিক পাথেয় (রেজিঃ ডি.এ. ৬৭৫) | patheo24.com
Design & Developed BY ThemesBazar.Com