পাথেয় টোয়েন্টিফোর ডটকম: আনুষ্ঠানিকভাবে ২০৩৪ সালে ফুটবল বিশ্বকাপ আয়োজনে আগ্রহের বিষয়টি জানিয়েছে সৌদি আরব। সৌদি অ্যারাবিয়ান ফুটবল ফেডারেশন (এসএএসএফ) বিষয়টি নিশ্চিত করেছে।
সৌদি আরবের সামাজিক ও অর্থনৈতিক অবস্থান পরিবর্তনের লক্ষ্যে বিশ্বকাপ আয়োজনের আগ্রহ প্রকাশ করে সৌদি আরব। সে লক্ষ্যেই সৌদির ক্রাউন প্রিন্স এবং প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান বিশ্বকাপের আয়োজক হওয়ার প্রতিদ্বন্দ্বিতায় নামার সিদ্ধান্ত গ্রহণ করে।
গেল পাঁচ বছরে প্রায় ৫০টির মতো আন্তর্জাতিক ইভেন্ট সফলভাবে আয়োজন করে আলোচিত হয় সৌদি আরব। সেসব ইভেন্টের মধ্যে রয়েছে ফুটবল, মোটরস্পোর্টস, টেনিস, ঘোড় দৌড়, এস্পোর্টস এবং গলফ।
খেলাধুলার প্রতি তারুণ্যের শক্তিকে কাজে লাগাতে বিশ্বকাপ আয়োজন করতে তেল সমৃদ্ধ দেশটি উঠেপড়ে লেগেছে। বিষয়টি নিয়ে কথা বলেছেন সৌদি আরবের অলিম্পিক ও প্যারালিম্পিক কমিটির ক্রীড়া মন্ত্রী এবং সভাপতি প্রিন্স আব্দুল আজিজ বিন তুর্কি আল ফয়সাল।
তিনি আরো বলেন, ক্রীড়া মন্ত্রী প্রিন্স আব্দুল আজিজ বিন তুর্কি বলেছেন, ২০৩৪ সালে একটি ফিফা বিশ্বকাপের আয়োজন করা আমাদের বিশ্ব খেলাধুলায় একটি নেতৃস্থানীয় দেশ হওয়ার স্বপ্ন পূরণ করতে সাহায্য করবে এবং দেশের রূপান্তরের ক্ষেত্রে একটি উল্লেখযোগ্য মাইলফলক চিহ্নিত করবে৷ সমস্ত খেলাধুলার জন্য উদীয়মান এবং স্বাগত জানাই, আমরা বিশ্বাস করি যে ফিফা বিশ্বকাপের আয়োজন করা আমাদের ফুটবল যাত্রার একটি স্বাভাবিক পরবর্তী পদক্ষেপ।
এবং ২০৩৪ সালে ফিফা বিশ্বকাপের আয়োজন করতে পারলে সেটি আমাদেরকে বিশ্ব ক্রীড়াঙ্গনে শীর্ষস্থানীয় দেশ হিসেবে স্থান পেতে সাহায্য করবে। দেশের ইতিহাসে একটি উল্লেখযোগ্য মাইলফলক হিসেবে চিহ্নিত হবে।
সৌদি আরব ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট ইয়াসির আল-মিসেহাল বলেছেন, আমরা বিশ্বাস করি ফিফা বিশ্বকাপ আয়োজন সৌদি আরবে করার জন্য উপযুক্ত সময়।
সূত্র: আরব নিউজ