২৩টি ক্ষেপণাস্ত্র ছুড়লো উত্তর কোরিয়া

২৩টি ক্ষেপণাস্ত্র ছুড়লো উত্তর কোরিয়া

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : উত্তর কোরিয়া বুধবার অন্তত ২৩টি ক্ষেপণাস্ত্র ছুড়েছে। এগুলোর মধ্যে একটি ক্ষেপণাস্ত্র দক্ষিণ কোরিয়ার উপকূল থেকে ৬০ কিলোমিটার দূরে পড়েছে। দক্ষিণ কোরীয় প্রেসিডেন্ট ইয়ুন-ইওল এই ঘটনাকে ‘ভূখণ্ডগত সীমালঙ্ঘন’ হিসেবে উল্লেখ করেছেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এখবর জানিয়েছ।

১৯৪৫ সালে দুই কোরিয়া বিভক্ত হওয়ার পর এই প্রথম দক্ষিণের পানির কাছাকাছি কোনও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পড়লো। এছাড়া একদিনে উত্তর কোরিয়ার সবচেয়ে বেশি ক্ষেপণাস্ত্র ছোড়ার রেকর্ডও এটি। দক্ষিণ কোরিয়া বিরল আকাশ সতর্কতার সংকেত বাজিয়েছে এবং নিজেদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করেছিল।

ক্ষেপণাস্ত্রটি দক্ষিণ কোরিয়ার জলসীমার বাইরে পড়েছে। সাউদার্ন লিমিট লাইন নামের এই সমুদ্রসীমা নিয়ে বিরোধ রয়েছে।

দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনী বলেছে, তাদের যুদ্ধবিমান তিনটি আকাশ থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র ছুড়েছে।

উত্তরের ছোড়া ক্ষেপণাস্ত্রটি ছিল তিনটি স্বল্প পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের একটি। দক্ষিণের সেনাবাহিনী জানিয়েছে, পূর্ব উপকূলে একটি সামরিক বাফার অঞ্চলে পিয়ংইয়ং শতাধিক গোলাবর্ষণ করেছে।

১৯৫০-৫৩ সাল পর্যন্ত দুই কোরিয়ার যুদ্ধ কোনও শান্তিচুক্তি ছাড়াই শেষ হওয়ার কারণে কার্যত দক্ষিণ ও উত্তর কোরিয়া এখনও যুদ্ধরত অবস্থায় রয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *