পাথেয় টোয়েন্টিফোর ডটকম : গত ২৪ ঘন্টায় দেশে নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৫৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে বৈশ্বিক মহামারী কভিড-১৯-এ দেশে মৃতের সংখ্যা দাঁড়াল ৪ হাজার ৮২ জনে।
এছাড়া করোনাভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছেন ২ হাজার ৫১৯ জন। এ নিয়ে ভাইরাসটিতে আক্রান্তের সংখ্যা ৩ লাখ ছাড়িয়ে গেল। মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩ লাখ ২ হাজার ১৪৭ জনে।
বুধবার (২৬ আগস্ট) বিকালে স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাসবিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়েছে, করোনা শনাক্তে গত ২৪ ঘণ্টায় ৯১টি পরীক্ষাগারে ১৪ হাজার ৮৩৫টি নমুনা সংগ্রহ হয়। আগের নমুনাসহ মোট ১৫ হাজার ৭০টি নমুনা পরীক্ষা করা হয়। এ নিয়ে মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়িয়েছে ১৪ লাখ ৮৫ হাজার ২৬১টিতে।
লিঙ্গভিত্তিক উপাত্ত বিশ্লেষণে দেখা গেছে, গত ২৪ ঘণ্টায় করোনায় মৃতদের মধ্যে পুরুষ ৩৯ জন ও নারী ১৫ জন। এদের মধ্যে হাসপাতালে ৪৯ জন ও বাড়িতে পাঁচজন মারা গেছেন।
/এএ