পাথেয় টোয়েন্টিফোর ডটকম : প্রায় ৩০ বছর ধরে হজ যাত্রীদের বিনামূল্যে মক্কায় পৌঁছে দেন সৌদি নাগরিক আয়েদ আল জারহাদি। নিজ গাড়িতে করে সৌদি আরবের উত্তরের সীমান্তবর্তী আরার অঞ্চল থেকে পবিত্র শহর মক্কায় মুমিনদের নিয়ে যান তিনি। এর বিনিময়ে নেন না কোনও পারিশ্রমিক।
প্রতি বছর হজ যাত্রীদের ইসলামের পবিত্রতম স্থান মক্কায় পৌঁছে দেওয়ার এ দায়িত্ব স্বেচ্ছায় পালন করে আসছেন আয়েদ। এ বিষয়ে তিনি বলেন, ‘আল্লাহর সন্তুষ্টির জন্য আমি বিনামূল্যে প্রবীণ ও নারী যাত্রীদের মক্কায় পৌঁছে দেই।’
হজের সময় প্রতিবছরই যাত্রীদের বিভিন্ন রকম সহযোগিতা করেন অনেক স্বেচ্ছাসেবী। হজ যাত্রীদের ‘আল্লাহর অতিথি’ হিসেবে আখ্যায়িত করেন তারা।
এরকমই আরেক স্বেচ্ছাসেবী হলেন ফাহদ আল হামলি। প্রতি বছরই হজের সময় নিজের ফার্ম হাউজে শত শত হজযাত্রীর থাকার ব্যবস্থা করেন তিনি। সেখানে বিনামূল্যে তাদের জন্য খাবার ও জনপ্রিয় সৌদি কফির ব্যবস্থা করেন তিনি।
এ বিষয়ে ফাহদ বলেন, ‘এটিই আরব ও সৌদিদের আতিথেয়তার ঐতিহ্য।’ তবে ঠিক কত বছর ধরে এই ঐতিহ্য তিনি পালন করে আসছেন, তা জানা যায়নি।
ইসলামের পাঁচটি ফরজের অন্যতম হলো হজ। শারীরিক ও আর্থিক সামর্থ্য থাকলে মুমিনের ওপর হজ ফরজ। এ বছর জুন মাসের শেষ সপ্তাহে পবিত্র হজ পালিত হবে।
সূত্র: গালফ নিউজ