২৬শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ , ১২ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ , ৩রা রমজান, ১৪৪৪ হিজরি
পাথেয় টোয়েন্টিফোর ডটকম : নোয়াখালীর সদর উপজেলার ৩২০ জন বীর মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে কম্বল বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) দুপুরে জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে এসব কম্বল বিতরণ করেন সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিজাম উদ্দিন আহমেদ।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে উপজেলা প্রশাসনের সহযোগিতায় সদর উপজেলার বীর মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের মাঝে এসব কম্বল বিতরণ করা হয়। এসময় মুক্তিযোদ্ধারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
ইউএনও নিজাম উদ্দিন আহমেদ গণমাধ্যমকে বলেন, বীর মুক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ঠ সন্তান। আজ সদর উপজেলার বীর মুক্তিযোদ্ধা ও তাদের সন্তানদের হাতে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। জেলা ও উপজেলা প্রশাসন সর্বদা এসব বীর সন্তানদের পাশে রয়েছে।