৩৯ দিন পর কাশ্মীরে বিধি-নিষেধ প্রত্যাহার

৩৯ দিন পর কাশ্মীরে বিধি-নিষেধ প্রত্যাহার

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : ৩৯ দিন পর জম্মু-কাশ্মীরে বিধি-নিষেধ প্রত্যহার করেছে ভারত। সব এলাকা থেকে বিধিনিষেধ প্রত্যাহার করা হয়েছে বলে এক কর্মকর্তা জানিয়েছেন।

এদিকে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন, ভারতের নরেন্দ্র মোদির সরকার দেশটির মুসলমানদের মৌলবাদের দিকে ঠেলে দিচ্ছেন। খবর ডেক্কান হেরাল্ড, হিন্দুস্তান টাইমস ও আনন্দবাজার পত্রিকার।

জম্মু-কাশ্মীরের সরকার বার্তা সংস্থা এএনআইকে জানিয়েছে, ট্রাফিক ব্যবস্থাপনা, ল্যান্ডফোন ও মোবাইল সেবা খুলে দেওয়া হয়েছে। মানুষের চলাচলেও বিধিনিষেধ নেই। কুপওয়ারা ও হ্যান্ডওয়ারার প্রায় সব এলাকাই মোবাইল চালু রয়েছে।

এর আগে আংশিক নিষেধাজ্ঞা তুলে নেওয়া হলেও কাশ্মীরের জীবনযাত্রায় খুব বেশি পরিবর্তন আসেনি। দোকানপাট বন্ধ ছিল, ফাঁকা ছিল স্কুলগুলোও। সড়কগুলোতেও খুব বেশি গাড়ি চলাচল করতে দেখা যায়নি। গত ৫ আগষ্ট কাশ্মীরের বিশেষ মর্যাদা তুলে নিয়ে বিধি-নিষেধ আরোপ করে ভারত।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *