পাথেয় টোয়েন্টিফোর ডটকম : ৪৫তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা কবে হবে সে তারিখ ঠিক করতে মার্চের প্রথম সপ্তাহে বৈঠক করবে সরকারি কর্ম কমিশন (পিএসসি)।
আগামী ১০ মার্চ এই পরীক্ষা হওয়ার সম্ভ্যাব্য তারিখ থাকলেও তা না হওয়ার সম্ভাবনাই বেশি।
পিএসসির একটি সূত্র বৃহস্পতিবার এ তথ্য নিশ্চিত করেছে। সূত্রটি বলছে, আগামী ১০ মার্চ এই পরীক্ষা হওয়ার সম্ভ্যাব্য তারিখ থাকলেও তা না হওয়ার সম্ভাবনাই বেশি।
পিএসসি বলছে, মার্চের প্রথম সপ্তাহে জরুরি বৈঠক হবে। সেখানেই এই পরীক্ষার তারিখ চূড়ান্ত হতে পারে। ওয়েবসাইটে পরীক্ষার নির্দিষ্ট তারিখ প্রকাশ করা হবে।
গত বছরের ৩০ নভেম্বর পিএসসির ওয়েবসাইটে ৪৫তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। আবেদন শুরু হয় ১০ ডিসেম্বর ও শেষ হয় ৩১ ডিসেম্বর। এই বিসিএস পরীক্ষায় অংশ নেয়ার জন্য আবেদন করেছেন ৩ লাখ ৪৬ হাজার প্রার্থী।
৪৫তম বিসিএসের মাধ্যমে মোট ২ হাজার ৩০৯ জন ক্যাডার নেয়া হবে। ১ হাজার ২২ জনকে নন-ক্যাডারে নেয়া হবে।