২রা ফেব্রুয়ারি, ২০২৩ খ্রিস্টাব্দ , ১৯শে মাঘ, ১৪২৯ বঙ্গাব্দ , ১০ই রজব, ১৪৪৪ হিজরি
পাথেয় টোয়েন্টিফোর ডটকম : শীঘ্রই লাখ লাখ ফোনে বন্ধ হয়ে যাবে মেটা মালিকানাধীন জনপ্রিয় মেসেজিং সেবা হোয়াটসঅ্যাপের কার্যক্রম।
আগামী ৩১ ডিসেম্বরের পর থেকে তুলনামূলক পুরোনো মডেলের আইফোন ও অ্যান্ড্রয়েড ব্যবহারকারী সেবাটি আর ব্যবহার করতে পারবেন না বলে উঠে এসেছে ব্রিটিশ সংবাদমাধ্যম ‘দ্য ইন্ডিপেন্ডেন্টের’ প্রতিবেদনে।
প্রতিবেদন অনুযায়ী, ‘আইফোন ৫’, ‘৫সি’ এবং স্যামসাং, হুয়াওয়ে ও এলজি’সহ বেশ কয়েকটি অ্যান্ড্রয়েড মডেলে সেবাটির কার্যক্রম বন্ধ হয়ে যাবে। এই নিষেধাজ্ঞা তালিকায় আছে ৪৯টি মডেলের স্মার্টফোন।
“বিভিন্ন ডিভাইস ও সফটওয়্যারে ঘনঘনই পরিবর্তন আসে। ফলে, আমরা কোন অপারেটিং সিস্টেমগুলো সমর্থন করে আপডেট আনবো, তা আমরা নিয়মিতই পর্যবেক্ষণ করি।” –পদক্ষেপটি বিশ্লেষণ করে বিবৃতিতে বলেছে হোয়াটসঅ্যাপ।
মেসেজিং সেবাটি আরও বলেছে, এইসব ডিভাইসে সম্ভবত হোয়াটসঅ্যাপের সর্বশেষ নিরাপত্তা আপডেট বা এটি চালানোর মতো পর্যাপ্ত কার্যক্ষমতা নেই।
“অন্যান্য প্রযুক্তি কোম্পানিগুলোর মতোই, কোন ডিভাইসগুলো থেকে সমর্থন সরাতে হবে, তা বাছাই করতে আমরা প্রতি বছর যাচাই করে দেখি যে কোন ডিভাইস ও সফটওয়্যারগুলো সবচেয়ে পুরোনো ও এখন সবচেয়ে কম সংখ্যক লোকজন কোন মডেলগুলো ব্যবহার করছেন।” –বলেছে হোয়াটসঅ্যাপ।
৩১ ডিসেম্বর থেকে হোয়াটসঅ্যাপের কার্যক্রম বন্ধ হবে এই ৪৯টি মডেলে—