৪ ট্রানজিট রুটের অনুমোদন পেল ভারত

৪ ট্রানজিট রুটের অনুমোদন পেল ভারত

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : ভারতের ত্রিপুরা ও উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর ব্যবসায়ীদের জন্য চারটি ট্রান্সশিপমেন্ট রুট ঘোষণা করেছে বাংলাদেশ সরকার।

অনুমোদন দেওয়া চারটি ট্রানজিট রুট হলো— চট্টগ্রাম বন্দর-আখাউড়া-আগরতলা, মোংলা বন্দর-আখাউড়া-আগরতলা, চট্টগ্রাম-বিবিরবাজার-শ্রীমন্তপুর এবং মোংলা বন্দর-বিবিরবাজার-শ্রীমন্তপুর। গতকাল শুক্রবার (০৪ আগস্ট) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম ডেকান হেরাল্ড।

এক সংবাদ সম্মেলনে ত্রিপুরার শিল্প ও বাণিজ্যমন্ত্রী সান্তনা চাকমা বলেছেন, চট্টগ্রাম ও মোংলা বন্দর ব্যবহারের বিষয়ে ভারত ও বাংলাদেশ একটি চুক্তি সই করেছে। এর পরিপ্রেক্ষিতে ত্রিপুরাসহ অন্যান্য ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোতে পণ্য পরিবহনের জন্য চারটি রুটের অনুমোদন দিয়েছে বাংলাদেশ সরকার।

বাণিজ্যমন্ত্রী বলেন, স্থানীয় পর্যায়ে দ্বিপক্ষীয় বাণিজ্যের জন্য নয়টি সীমান্ত হাট স্থাপনের পরিকল্পনা করছে ত্রিপুরা। এরই মধ্যে ভারত-বাংলাদেশ সীমান্তে নয়টি সীমান্ত হাট স্থাপনের জন্য কেন্দ্রীয় সরকারের কাছে একটি প্রস্তাব পাঠানো হয়েছে। এটি বিবেচনাধীন রয়েছে।

বর্তমানে ত্রিপুরায় দুটি সীমান্ত হাট রয়েছে। এগুলো হলো— সিপাহিজলা জেলার কমলাসাগর এবং দক্ষিণ ত্রিপুরা জেলার শ্রীনগর। এছাড়া উত্তর ত্রিপুরার ধর্মনগর এবং ধলাই জেলার কামালপুরে আরও দুটি সীমান্ত হাট চালুর কাজ চলছে বলে জানিয়েছেন কর্মকর্তারা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *