৪ দিন ধরে মৃদু শৈত্যপ্রবাহ পঞ্চগড়ে

৪ দিন ধরে মৃদু শৈত্যপ্রবাহ পঞ্চগড়ে

পাথেয় টোয়েন্টিফোর ডটকম: পঞ্চগড়ে ঘনকুয়াশা কমলেও টানা চারদিন ধরে সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত মৃদু শৈত্যপ্রবাহ চলছে। শনিবার সর্বনিম্ন ৯ দশমিক ৪ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করা হয়। এরপর থেকে সর্বনিম্ন তাপমাত্রা ৯ থেকে ১০ এর মধ্যেই উঠানামা করছে।

মঙ্গলবার সকাল ৯টায় সর্বনিম্ন ৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করে তেঁতুলিয়া আবহাওয়া অফিস। সোমবার সর্বনিম্ন ছিল ৯ দশমিক ৭। তবে দিনের তাপমাত্রা রেকর্ড করা হয় ২৬ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।

সকালে সূর্যের দেখা মেলায় স্বস্তি ফেরে জনজীবনে। সন্ধ্যার পর থেকে কুয়াশা আর হিমশীতল বাতাসে দুর্ভোগে পড়েছেন কাজে যোগ দেওয়া খেটে খাওয়া মানুষ। বিশেষ করে সবজি চাষী ও ব্যবসায়ীরা বেশি ভোগান্তিতে পড়েছেন।

তেঁতুলিয়া আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল শাহ বলেন, শনিবার থেকে তেঁতুলিয়া এবং আশেপাশের এলাকায় টানা মৃদু শৈত্যপ্রবাহ অব্যাহত রয়েছে। সর্বনিম্ন তাপমাত্রা ৯ থেকে ১০ এর মধ্যেই উঠানামা করছে। মঙ্গলবার সকাল ৯টায় সর্বনিম্ন ৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *