৫০ বছরে দেশের প্রবৃদ্ধির ধারাবাহিক তথ্য চেয়েছে আইএমএফ

৫০ বছরে দেশের প্রবৃদ্ধির ধারাবাহিক তথ্য চেয়েছে আইএমএফ

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : স্বাধীনতার পর থেকে গত ৫০ বছরে বাংলাদেশের প্রবৃদ্ধি অর্জনের ধারাবাহিক তথ্য চেয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। পাশাপাশি পুরনো পদ্ধতির পরিবর্তে আধুনিক পদ্ধতিতে মূল্যস্ফীতি, মোট দেশজ উত্পাদন (জিডিপি) এবং ত্রৈমাসিক জিডিপির তথ্য দেওয়ার অগ্রগতির বিষয়ে জানতে চেয়েছে আইএমএফ। এ বিষয়ে আইএমএফকে অবগত করেছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)।

গতকাল মঙ্গলবার বিবিএসের মহাপরিচালক মতিয়ার রহমানের দপ্তরে অনুষ্ঠিত বৈঠকে আইএমএফ প্রতিনিধিদল এ তিনটি বিষয়ে জানতে চায়।

বাংলাদেশকে ৪৭০ কোটি ডলার ঋণ অনুমোদনের প্রায় তিন মাস পর ঢাকায় স্টাফ কনসালটেশন মিশন পাঠায় আইএমএফ। সংস্থাটির এশিয়া ও প্যাসিফিক বিভাগের প্রধান রাহুল আনন্দের নেতৃত্ব পাঁচ সদস্যের একটি প্রতিনিধিদল বর্তমানে ঢাকায় অবস্থান করছে। এরই অংশ হিসেবে প্রতিনিধিদলের সদস্যরা গতকাল এই বৈঠক করেন। এর আগে বাংলাদেশ ব্যাংক ও অর্থ বিভাগের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করছে প্রতিনিধিদল।

অর্থ বিভাগের সামষ্টিক অর্থনীতি, ট্রেজারি ও ঋণ ব্যবস্থাপনা এবং বাজেট উইংয়ের কর্মকর্তাদের সঙ্গে ঋণের শর্ত বাস্তবায়নের অগ্রগতির বিষয়ে আলোচনা করা হচ্ছে। এ ছাড়া শর্ত বাস্তবায়ন ও সংস্কারে আগামী অর্থবছরের বাজেটে কী থাকছে তা-ও আলোচনায় উঠে আসছে। এর ধারাবাহিকতায় আইএমএফ প্রতিনিধিদল বিবিএসের সঙ্গে বৈঠক করেছে।

আইএমএফের সঙ্গে বৈঠক প্রসঙ্গে বিবিএস মহাপরিচালক (ডিজি) মতিয়ার রহমান গণমাধ্যমকে বলেন, ‘আমরা আইএমএফ প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক করেছি। তিনটা কাজের অগ্রগতি বিষয়ে প্রতিনিধিদল জানতে চেয়েছে, আমরাও তাদের অবগত করেছি। আমরা বলেছিলাম জিডিপির তথ্য স্বাধীনতার পর থেকে বই আকারে প্রকাশ করব, তা-ই করা হচ্ছে। মূল্যস্ফীতির নতুন পদ্ধতির বিষয়েও জানতে চেয়েছে প্রতিনিধিদল, আমরা এ বিষয়ে অবগত করেছি।’

তিনি বলেন, দেশে প্রতি মাসে মূল্যস্ফীতি হিসাবের ক্ষেত্রে পণ্যের সংখ্যা বেড়ে ৭২০টি করা হচ্ছে। আইএমএফের পরামর্শ মেনে নতুন আরো প্রায় ৩০০ পণ্যকে ‘ঝুড়িতে’ যুক্ত করা হচ্ছে। চলতি মাস থেকে মূল্যস্ফীতি হিসাবের জন্য পণ্যের ঝুড়িতে এগুলোকে যুক্ত করে তা কার্যকর করা হচ্ছে। বর্তমানে ৪২২টি পণ্যের মূল্য হিসাব করে মূল্যস্ফীতি নির্ধারণ করা হচ্ছে বলে জানান তিনি।

তিনি আরো বলেন, ‘আমরা আগে যে পদ্ধতিতে মূল্যস্ফীতি গণনা করতাম তা আর হচ্ছে না। এখন বিশ্বের ৯৫ শতাংশ দেশ আইএমএফের পদ্ধতিতে মূল্যস্ফীতি প্রকাশ করছে।’

এ সময় ত্রৈমাসিক জিডিপি নিয়ে তিনি বলেন, ‘মোট দেশজ উত্পাদনের (জিডিপি) তথ্য বছরে চারবার প্রকাশ করবে সরকার। তবে তা শুরু হবে ২০২৪ পঞ্জিকা বছর থেকে। তথ্য-উপাত্ত নিয়ে আমরা কাজ করছি। আইএমএফ এই বিষয়েও জানতে চেয়েছে।’

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *