২৯শে মে, ২০২৩ খ্রিস্টাব্দ , ১৫ই জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ , ৮ই জিলকদ, ১৪৪৪ হিজরি

৫ হাজারের বেশি অপরাধীকে ক্ষমা করে দিয়েছে রাশিয়া : ভাগনারপ্রধান

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : ইউক্রেন যুদ্ধে অংশ নেওয়া পাঁচ হাজার অপরাধীকে ক্ষমা করে দিয়েছে রাশিয়া। তাঁরা ভাড়াটে যোদ্ধা সরবরাহকারী রুশ প্রতিষ্ঠান ‘ভাগনার গ্রুপের’ হয়ে যুদ্ধে অংশ নিয়েছিলেন। প্রতিষ্ঠানটির সঙ্গে চুক্তি অনুযায়ী তাঁদের ক্ষমা করা হয়েছে।

শনিবার এসব তথ্য জানিয়েছেন ভাগনারপ্রধান ইয়েভজেনি প্রিগোশিন।

ইউক্রেনে রাশিয়ার পক্ষে লড়াই করছে ভাগনার গ্রুপ। বিশেষ করে ইউক্রেনের পূর্বাঞ্চলে বাখমুত শহর ঘিরে যুদ্ধে তৎপরতা দেখিয়েছেন প্রতিষ্ঠানটির হাজার হাজার যোদ্ধা। এই যোদ্ধাদের বড় একটি অংশ রাশিয়ার বিভিন্ন কারাগারে বন্দী ছিলেন। নির্দিষ্ট মেয়াদে ভাগনারের হয়ে যুদ্ধ করার বিনিময়ে মুক্তি দেওয়া হবে—এমন শর্তে তাঁদের দলে ভিড়িয়েছিলেন প্রিগোশিন।

ক্ষমা পাওয়া ওই অপরাধীরা ভাগনারের হয়ে লড়ছিলেন উল্লেখ করে বার্তা আদানপ্রদানের অ্যাপ টেলিগ্রামে এক বার্তায় ভাগনারপ্রধান বলেন, ‘ভাগনারের সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হওয়ার এ মুহূর্তে ৫ হাজার জনকে ক্ষমার মাধ্যমে মুক্তি দেওয়া হয়েছে।’

ইয়েভজেনি প্রিগোশিন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘনিষ্ঠ ব্যক্তিদের একজন। এ কারণে তিনি রাশিয়ার সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তিদের তালিকায়ও রয়েছেন। যুক্তরাষ্ট্রের নির্বাচনে হস্তক্ষেপের চেষ্টা ও ভুয়া খবর ছড়ানোর অভিযোগে তাঁর বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিয়েছে মার্কিন সরকার।

এদিকে প্রিগোশিনের গঠন করা ভাগনার গ্রুপ ইউক্রেনের আগে লিবিয়া, সিরিয়া, সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক ও মালিতে যুদ্ধে অংশ নিয়েছে। ভাগনারকে সবচেয়ে অভিজ্ঞ ভাড়াটে যোদ্ধা সরবরাহকারী প্রতিষ্ঠান হিসেবে মনে করা হয়।

শেয়ার করুন


সর্বস্বত্ব সংরক্ষিত © ১৯৮৬ - ২০২৩ মাসিক পাথেয় (রেজিঃ ডি.এ. ৬৭৫) | patheo24.com
Design & Developed BY ThemesBazar.Com