৬ দিনের রিমান্ডে হেফাজত নেতা মুনির

৬ দিনের রিমান্ডে হেফাজত নেতা মুনির

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : হেফাজত ইসলামের সাবেক যুগ্ম-মহাসচিব মাওলানা নাসির উদ্দিন মুনিরের ৬ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বুধবার (২৩ জুন) বেলা ২টার দিকে চট্টগ্রাম সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শাহরিয়ার ইকবালের আদালত এ রিমান্ড মঞ্জুর করেন। বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম জেলার কোর্ট পরিদর্শক হুমায়ুন কবির।

তিনি বলেন, হেফাজত নেতা মাওলানা নাসির উদ্দীন মুনিরকে হাটহাজারী থানার গত ২৭/০৪/২১ মামলায় ১০ দিনের রিমান্ড আবেদন করা হয়েছিল। আদালত শুনানি শেষে ৬ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। নতুন করে হাটহাজারীর আরও ২ মামলায় মাওলানা নাসির উদ্দীন মুনিরকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

নাসির উদ্দিন মুনির চট্টগ্রামের হাটহাজারী উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান। এছাড়া তিনি বিএনপির নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের শরিক সংগঠন জমিয়তে উলামায়ে ইসলামের সহকারী সম্পাদক পদেও আছেন বলে জানিয়েছে পুলিশ।

এর আগে গত সোমবার (২১ জুন) বিকেল সোয়া ৩টায় চট্টগ্রামের হাটহাজারী থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এরপর বিকেলে তাকে চট্টগ্রাম সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কৌশিক আহম্মদ খন্দকারের আদালতে তোলা হলে কারাগারে পাঠানোর আদেশ দেন। হেফাজতে ইসলামের নাশকতার ঘটনায় হাটহাজারী থানায় দায়ের হওয়া কয়েকটি মামলার আসামি নাসির।

প্রসঙ্গত, স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সফরের বিরোধিতা করে গত ২৬ মার্চ থেকে ২৮ মার্চ হেফাজতের বিক্ষোভ-হরতাল থেকে চট্টগ্রাম, নারায়ণগঞ্জ, ঢাকাসহ বিভিন্ন স্থানে সহিংসতা ছড়ায়। হাটহাজারীতে থানা আক্রমণ, ভূমি অফিসে ভাঙচুর, ডাক বাংলোতে হামলাসহ বিভিন্ন সহিংস ঘটনায় পুলিশ একাধিক নাশকতার মামলা করে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *