৭২ দিন পর যমুনা সার কারখানায় আবারও উৎপাদন শুরু

৭২ দিন পর যমুনা সার কারখানায় আবারও উৎপাদন শুরু

পাথেয় টোয়েন্টিফোর ডটকম: গ্যাস সংকটের জন্য ৭২ দিন বন্ধ থাকার পর পুনরায় উৎপাদন শুরু করছে জামালপুরের তারাকান্দি যমুনা সার কারখানা। বৃহস্পতিবার (১৬ নভেম্বর) দিবাগত রাত ১টা থেকে কারখানায় শুরু হয় ইউরিয়া সার উৎপাদনের প্রক্রিয়া।

এর আগে ১ নভেম্বর থেকে কারখানায় গ্যাস সংযোগ সচল করা হয়। বৃহস্পতিবার চালু হয় অ্যামোনিয়া উৎপাদন।

কারখানা সূত্রে জানা যায়, জামালপুরের সরিষাবাড়ীর তারাকান্দিতে ১৯৯০ সালে প্রতিষ্ঠিত হয় দেশের সবচেয়ে বড় দানাদার ইউরিয়া সার উৎপাদনকারী প্রতিষ্ঠান যমুনা সার কারখানা। ১৭০০ মেট্রিক টন উৎপাদন ক্ষমতাসম্পন্ন এই কারখানায় প্রতিদিন ৪৫ মিলিয়ন ঘনফুট গ্যাসের প্রয়োজন হয়। চাহিদার তুলনায় গ্যাসের চাপ কম থাকায় চলতি বছরের ৫ সেপ্টেম্বর তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি যমুনা সার কারখানায় গ্যাস সরবরাহ বন্ধ করে দেয়। গ্যাস না থাকায় অ্যামোনিয়া ও ইউরিয়া সার উৎপাদন পুরোপুরি বন্ধ করে দেয় কারখানা কর্তৃপক্ষ। ৭২ দিন বন্ধ থাকার পর পুনরায় গ্যাস সংযোগ সচল করলে গত মধ্যরাত থেকে ইউরিয়া সার উৎপাদন শুরু করে কারখানা কর্তৃপক্ষ।

কারখানার মহাব্যবস্থাপক (প্রশাসন) দেলোয়ার হোসেন বলেন, ‘গ্যাস সংকটের কারণে ৫ সেপ্টেম্বর থেকে ইউরিয়া উৎপাদন বন্ধ ছিল। ১ নভেম্বর গ্যাস সংযোগ দেয় তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রবিউশন কোম্পানি। কারখানার যন্ত্রাংশ সচল করে মধ্যরাত থেকে ফের ইউরিয়া উৎপাদন শুরু করা হয়েছে।’

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *